ফুটবল

মোহনবাগানকে আজও মনে রেখেছেন কমরন তুরসুনভ…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই-এর ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ তাজিকিস্তানের দল এফসি রাভসন। এই ম্যাচে খেলতে নামার আগে, প্রাক্তন মোহনবাগান ফুটবলার কোমরন তুরসুনভকে তাঁর দেশের ক্লাব অর্থাৎ এফসি রাভসন এবং তাঁর পুরোনো ক্লাব মোহনবাগানকে নিয়ে কিছু প্রশ্ন করা হয় এবং সেই উত্তর তিনি দিয়েছেন রে স্পোর্টজকে। সেগুলি হল-

রে স্পোর্টজ: বুধবার আপনার পুরোনো ক্লাব মোহনবাগান খেলতে নামতে চলেছে আপনার দেশের ক্লাব এফসি রাভসনের বিরুদ্ধে। আপনি কোন দলকে সমর্থন করবেন?
কোমরন: সবথেকে শক্তিশালী দলটাই আমার কাছে কালকের বিজেতা।

রে স্পোর্টজ: এফসি রাভসন দলের কী শক্তি আছে বলে আপনি মনে করেন?
কোমরন: রাভসনের শক্তিশালী দল, আর ঘরের মাঠের প্রচুর সমর্থকই ওদের সবথেকে বড় সুবিধা ও শক্তি।

রে স্পোর্টজ: মোহনবাগান দলের কী শক্তি আছে বলে আপনি মনে করেন?
কোমরন: আমি এই ক্লাবে খেলেছি এবং ভারতীয় ফুটবলকে ৫ বছর ধরে জানি। আমি মনে করি এই দলটা ভারতের খুবই শক্তিশালী দল। এবং সব থেকে বড়, এই ক্লাবের লক্ষ্য লক্ষ্য সমর্থক রয়েছেন যারা এই দলটিকে সবসময় সমর্থন করেন। সেটাই তাদের সব থেকে বড় শক্তি।

রে স্পোর্টজ: আগামীকালের ম্যাচের রেজাল্ট কী হতে পারে বলে মনে করেন?
কোমরন: রাভসনের জন্য খেলাটা খুবই কঠিন হতে চলেছে কারণ তারা মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছে। আমি চাইব দল যাতে ভালো খেলে।

রে স্পোর্টজ: মোহনবাগান এবং রাভসন দলের মধ্যে কি দুর্বলতা আছে বলে আপনি মনে করেন?
কোমরন:প্রত্যেক দলেরই শক্তি ও দুর্বলতা থাকে। সেটা খুঁজে বের করাটা কোচের কাজ।

রে স্পোর্টজ: মোহনবাগানের আক্রমণভাগ খুবই শক্তিশালী। আপনার কী মনে হয় তারা রাভসনের বিরুদ্ধে কতটা সুযোগ তৈরি করতে পারবে?
কোমরন: অবশ্যই সুযোগ তৈরি করতে পারে। মোহনবাগানের আক্রমণভাগ খুবই শক্তিশালী। ম্যাকলারেন, স্টুয়ার্ট ও পেট্রাটোসদের মতো খেলোয়াড়রা রয়েছে সেখানে। তবে রাভসন দলের রক্ষণভাগও খুবই শক্তিশালী বিশেষকরে তাদের গোলরক্ষক।

রে স্পোর্টজ: এই মোহনবাগান দলে আপনার পছন্দের ফুটবলারটি কে? এবং মোহনবাগান সমর্থকদের জন্য আপনি কি বার্তা দিতে চান?
কোমরন: আমার কাছে স্টুয়ার্ট খুব পছন্দের একজন খেলোয়াড়। এবং মোহনবাগানের জন্য বলতে চাই, আমার এখনো মনে আছে মোহনবাগানে কাটানো আমার সময়ের কথা। সব থেকে সুন্দর মুহূর্ত ছিল যখন আমরা আইলীগ জিতলাম। মোহনবাগানের জন্য আমার ভালবাসা সব সময় থাকবে। আমি চাই দল ভালো করে খেলুক। জয় মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version