আন্তর্জাতিক ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন চেলসি ফুটবলার ইডেন হ্যাজার্ড
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ৩২ বছর বয়সে ফুটবল ময়দান থেকে নিজের বুট জোড়া তুলে রাখলেন ইডেন হ্যাজার্ড। ২০১৯ সালে চেলসি থেকে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। মরশুম শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসাবেই ছিলেন তিনি। এবার ফুটবলকে বিদায় জানিয়ে তিনি বললেন “নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে ঠিক কোথায় এবং কখন থামতে হবে।” ১৬ বছরের ফুটবল কেরিয়ারে প্রায় ৭০০ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড। মাঠে থাকতে থাকতেই ফুটবল থেকে বিদায় নিতে চেয়েছিলেন প্রাক্তন এই চেলসি উইঙ্গার। করলেনও ঠিক তাই। বেলজিয়ান এই ফুটবলার গত ডিসেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করন। হ্যাজার্ডের মুকুটে রয়েছে সাফল্যের পালক। দুবার লা লিগা জিতেছেন, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপও জিতেছেন।
রিয়েল মাদ্রিদে যোগ দিয়ে চ্যাম্পিয়নস লিগ, ওয়ার্ল্ড ক্লাব কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জিতে ফেলেছেন। ফ্রেঞ্চ ফুটবলের নিজের কেরিয়ার শুরু করেছিলেন ইডেন হ্যাজার্ড। ২০১২ সালে চেলসিতে যোগ দেন তিনি। চেলসির হয়ে ৩৫২ ম্যাচে ১১০ টি গোল রয়েছে তার। হ্যাজার্ডের বিদায়ের দিনে চেলসির পক্ষ থেকে তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তকমা দিল চেলসি। ফুটবল থেকে অবসর নিয়ে হ্যাজার্ড তার সোশ্যাল মিডিয়ায় সকল কোচ, সতীর্থ এবং তার ক্লাবকে ধন্যবাদ জানালেন।
তিনি বললেন “আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি সমস্ত ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, এবং বেলজিয়ামের জাতীয় দলে আমার নির্বাচনের জন্য RBFA কে ধন্যবাদ।
“আমার পরিবার, আমার বন্ধু, আমার উপদেষ্টা এবং যারা ভাল এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন, সেই সকল কাছের মানুষদের একটি বিশেষ ধন্যবাদ।
“অবশেষে, আমার অগণিত ভক্তদের একটি বিশাল ধন্যবাদ, যারা এত বছর ধরে আমাকে অনুসরণ করেছে এবং যেখানেই আমি খেলেছি সেখানে আপনারা আমাকে উৎসাহিত করেছেন।
“এখন আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার সময়। শীঘ্রই মাঠের বাইরে দেখা হবে।”
২০০৮ সালে বেলজিয়ামের জাতীয় দলে অভিষেকের পর ১৬২ টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ৩৩ টি গোল রয়েছে ইডেন হ্যাজার্ডের। বিশ্বকাপের মঞ্চেও তার সাফল্য চিরস্মরণীয়। ২০১৮ ফুটবল বিশ্বকাপে বেলজিয়াম তৃতীয় স্থান অর্জন করে। বেলজিয়ামের হয়ে ৩ টি গোল করেছিলেন ইডেন হ্যাজার্ড।