Connect with us

আন্তর্জাতিক ফুটবল

ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন চেলসি ফুটবলার ইডেন হ্যাজার্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ৩২ বছর বয়সে ফুটবল ময়দান থেকে নিজের বুট জোড়া তুলে রাখলেন ইডেন হ্যাজার্ড। ২০১৯ সালে চেলসি থেকে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। মরশুম শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসাবেই ছিলেন তিনি। এবার ফুটবলকে বিদায় জানিয়ে তিনি বললেন “নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে ঠিক কোথায় এবং কখন থামতে হবে।” ১৬ বছরের ফুটবল কেরিয়ারে প্রায় ৭০০ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড। মাঠে থাকতে থাকতেই ফুটবল থেকে বিদায় নিতে চেয়েছিলেন প্রাক্তন এই চেলসি উইঙ্গার। করলেনও ঠিক তাই। বেলজিয়ান এই ফুটবলার গত ডিসেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করন। হ্যাজার্ডের মুকুটে রয়েছে সাফল্যের পালক। দুবার লা লিগা জিতেছেন, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপও জিতেছেন।

রিয়েল মাদ্রিদে যোগ দিয়ে চ্যাম্পিয়নস লিগ, ওয়ার্ল্ড ক্লাব কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জিতে ফেলেছেন। ফ্রেঞ্চ ফুটবলের নিজের কেরিয়ার শুরু করেছিলেন ইডেন হ্যাজার্ড। ২০১২ সালে চেলসিতে যোগ দেন তিনি। চেলসির হয়ে ৩৫২ ম্যাচে ১১০ টি গোল রয়েছে তার। হ্যাজার্ডের বিদায়ের দিনে চেলসির পক্ষ থেকে তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তকমা দিল চেলসি। ফুটবল থেকে অবসর নিয়ে হ্যাজার্ড তার সোশ্যাল মিডিয়ায় সকল কোচ, সতীর্থ এবং তার ক্লাবকে ধন্যবাদ জানালেন।

তিনি বললেন “আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি সমস্ত ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, এবং বেলজিয়ামের জাতীয় দলে আমার নির্বাচনের জন্য RBFA কে ধন্যবাদ।
“আমার পরিবার, আমার বন্ধু, আমার উপদেষ্টা এবং যারা ভাল এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন, সেই সকল কাছের মানুষদের একটি বিশেষ ধন্যবাদ।
“অবশেষে, আমার অগণিত ভক্তদের একটি বিশাল ধন্যবাদ, যারা এত বছর ধরে আমাকে অনুসরণ করেছে এবং যেখানেই আমি খেলেছি সেখানে আপনারা আমাকে উৎসাহিত করেছেন।
“এখন আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার সময়। শীঘ্রই মাঠের বাইরে দেখা হবে।”


২০০৮ সালে বেলজিয়ামের জাতীয় দলে অভিষেকের পর ১৬২ টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ৩৩ টি গোল রয়েছে ইডেন হ্যাজার্ডের। বিশ্বকাপের মঞ্চেও তার সাফল্য চিরস্মরণীয়। ২০১৮ ফুটবল বিশ্বকাপে বেলজিয়াম তৃতীয় স্থান অর্জন করে। বেলজিয়ামের হয়ে ৩ টি গোল করেছিলেন ইডেন হ্যাজার্ড।

আন্তর্জাতিক ফুটবল

ইউরোপ সেরার লড়াইয়ে স্পেন বনাম ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাসের লড়াই শেষ। এবার ইউরোপ সেরাকে বেছে নেওয়ার পালা। এবছরের ইউরো কাপ যেমন একাধিক অঘটনের সাক্ষী থেকেছে, তেমনই আবার জন্ম দিয়েছে নতুন তারকার। সাক্ষী থেকেছে হার না মানা লড়াইয়ের। রবিবার মধ্যরাতে সব কিছুর অবসান হবে। চলতি ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেন এবং ইংল্যান্ড। একদিকে তারুণ্যে ভরপুর ধারাবাহিক স্প্যানিশ ব্রিগেড। অন্যদিকে, সাউথগেটের পরিকল্পনা মাফিক ফুটবল। শেষ হাসি হাসবে কে?

২০১২ সালের পর আরও একবার ইউরোপ সেরা হওয়ার হাতছানি স্পেনের সামনে। চলতি ইউরো কাপে পারফরম্যান্সের নিরিখে অপ্রতিরোধ্য স্পেন নামবে ফেভারিট হিসেবে। এবারের ইউরো কাপে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি তারা। স্পেনের কাছে এটি পঞ্চম ইউরো ফাইনাল। এর আগে, চারবার ফাইনালে উঠে জিতেছে তিনবার। সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করে ফ্রান্সকে ছিটকে দিয়েছে লুইজ দে লা ফুয়েন্তের দল। পেদ্রি, কারভাহালকে ছাড়াও জিততে কোন সমস্যা হয়নি লামিন ইয়ামালদের। চোটের জন্য ফাইনালেও পেদ্রিকে পাবেন না দে লা ফুয়েন্তে। তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন স্প্যানিশ রক্ষণের ভরসা কারভাহাল। যদিও ইউরোপ সেরার লড়াইয়ের মঞ্চে নজর থাকবে স্পেনের তরুণ তুর্কী লামিন ইয়ামালের দিকে। ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত একটি গোল করেছিলেন। পাশাপাশি মাঝমাঠে রড্রি, ফ্যাভিয়ান রুইজরাও দুরন্ত ছন্দে রয়েছেন। সব মিলিয়ে ইউরোপ সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দে লা ফুয়েন্তের স্পেন।

অন্যদিকে, গ্যারেথ সাইথগেটের ইংল্যান্ড টানা দু-বার ইউরো ফাইনাল খেলবে। ২০২০-র ইউরোয় ইংল্যান্ড পরাস্ত হয়েছিল ইতালির কাছে। ইউরো ফাইনালে মাঝমাঠের দখল নেওয়ার লড়াই হবে বেলিংহ্যামের সঙ্গে অলমোর। দু’জনেই নিজের নিজের দলের মাঝমাঠের ভরসা। চলতি ইউরো কাপে ভালো ছন্দে রয়েছেন বেলিংহাম। স্প্যানিশ রক্ষণ ভেদ করতে সাউথগেটের মূল অস্ত্র হতে পারেন তিনি। বেলিংহামকে ভরসা দেওয়ার জন্য ইংল্যান্ড আক্রমণভাগে রয়েছেন হ্যারি কেন এবং ফিল ফোডেন। এবারে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে আটকে দিয়ে ফাইনালে উঠেছে তাঁরা। দুই দেশের সর্বশেষ দ্বৈরথটি হয়েছিল ২০১৮ সালের ১৫ অক্টোবর নেশনস লিগের লিগ পর্বে। গত ছয় বছরে এই প্রথম স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ হতে চলেছে। এখন দেখার ইউরোপ সেরা হওয়ার মঞ্চে কে কাকে টেক্কা দেয়।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

অঘটন ঘটিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – কোপা আমেরিকার সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করল কলম্বিয়া। ১-০ গোলে জিতল তারা। প্রথমার্ধেই লারমার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত এই অগ্রগমন ধরে রাখল তারা। দ্বিতীয়ার্ধে দশজনের কলম্বিয়াকে পেয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি উরুগুয়ে। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ফাইনালে স্পেনের সামনে ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি ইউরো কাপের শুরুর দিকে সেরা ছন্দে খুঁজে পাওয়া যায়নি হ্যারি কেন, বেলিংহামদের। তবুও নক আউটের বাধা টপকে সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ওয়াটকিন্সের শেষ মুহুর্তের গোলে ডাচদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিল তারা।

৭ মিনিটে সিমন্সের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ১৮ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেখান থেকে দলকে সমতায় ফেরান হ্যারি কেন। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইংল্যান্ডকে জতালেন ওয়াটকিন্স। ২-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড।

Continue Reading

Trending