আইএসএল
ISL 2024/25: ভিসা পেলেন ফ্লোরেন্ট
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই চোটের কারণে মহামেডান দল থেকে ছিটকে গেছেন কাদিরি। তার পরিবর্তে ফরাসি ডিফেন্ডার ফ্লোরেণ্ট ওগিয়ারকে ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছে সাদা-কালো ব্রিগেড। এবারে সূত্র মারফত শোনা যাচ্ছে, কলকাতায় আসার ভিসা পেয়ে গেছেন তিনি।
আগামী শনিবার, শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার আগেরদিন দিন অর্থাৎ ৪ তারিখ সকালেই, কলকাতায় চলে আসছেন দলের নতুন ডিফেন্ডার ফ্লোরেণ্ট ওগিয়ার। সূত্র মারফত শোনা যাচ্ছে যে ডার্বির আগেরদিনই কলকাতায় পা রাখতে চলেছেন ফ্লোরেন্ট। এবারে দলের সঙ্গে যুক্ত হয়ে, পরেরদিনের বড় ম্যাচে তাকে দলে রাখা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের হেড কোচ আন্দ্রে চেরনিশভ।
নিজের ফুটবল জীবনের বেশিভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ফ্রান্সে। এছাড়াও মহামেডানে সই করার আগে টানা ছয়টি মরশুম তিনি ছিলেন লীগ ১ এর দল ক্লারমন্ট ফুট ক্লাবে যেখানে মোট ১৭৭টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন তিনি। এবারে দেখার সাদা-কালো দলের সঙ্গে যুক্ত হয়ে, রক্ষণে কতটা ভরসা যোগাতে পারেন এই ফরাসি ডিফেন্ডার।