ফুটবল
ভারতে আসতে পারেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন সন্তোষ ট্রফির ফাইনালে উপস্তিত থাকতে পারেন ফিফা সভাপতি চমকে যাওয়ার মতোই খবর। তবে এমনটাই হয়তো হতে চলেছে আসন্ন সন্তোষ ট্রফির ফাইনালে। আসন্ন সন্তোষ ট্রফির মূল পর্বের আসর বসতে চলেছে অরুনাচল প্রদেশে৷ আজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভায় কল্যাণ চৌবে জানিয়ে দিলেন এবারের সন্তোষ ট্রফির প্রতিযোগিতার সাথে জুড়ে যেতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ যার জেড়ে এবারের প্রতিযোগিতার পোষাকি নাম ফিফা সন্তোষ ট্রফি। ভারতীয় ফুটলের জন্য অত্যন্ত গর্বের দিন।
শুধু তাই নয় ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে একথাও জানালেন সন্তোষ ট্রফির ফাইনালে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানানো হবে। আসন্ন সন্তোষ ট্রফির ফাইনালে ফিফা সভাপতির উপস্তিতি বাড়তি আকর্ষণ আনবে। মার্চ মাসের ৯ অথবা ১০ তারিখ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে। ফিফা গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারও ভারতে আসতে চলেছেন কিছু দিন পরে। আর্সেন ওয়েঙ্গারের উপস্তিতিতে ভারতীয় ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।