আন্তর্জাতিক ফুটবল
FA Cup: সমানে সমান লড়াই, টাইব্রেকারে চেলসিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সমানে সমানে লড়াইয়ে শেষ পর্যন্ত চেলসিকে টাইব্রেকারে ৬-৫ (০-০) গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। এই ম্যাচে সমর্থকরা কিনা দেখলেন। আক্রমণ, প্রতি আক্রমণ, বল ক্রসবার এবং পোস্টে লেগে ফিরে আসা এবং অনবদ্য কিছু সেভ সবকিছুই ছিল এই ম্যাচে। গোটা ম্যাচের লিভারপুল যদি ৮৪ শতাংশ নিখুঁত পাস খেলে থাকে তো উল্টোদিকে থমাস টুচেলের চেলসি ৮২ শতাংশ নিখুঁত পাস খেলেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুন দাপটের সঙ্গে খেলতে শুরু করেছিল সাদিও মানে, মহম্মদ সালাহ সমৃদ্ধ লিভারপুল। তারা বারবার চেলসি রক্ষণভাগে আক্রমণের ঝড় তুলেছিলেন। তবে খেলার গতির বিরুদ্ধেই এদিন মাত্র ৩৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান সালাহ। এরপরেই কিছুটা আক্রমণে গতি ফেরে চেলসির।
দ্বিতীয়ার্ধে লিভারপুলকে আরও চেপে ধরে টুচেলের চেলসি। এই সময় খেলার বয়স যখন ৪৮ মিনিট তখন আলন্সোর শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। এর পরেও বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। খেলার একেবারে শেষ দিকে ৮৩ ও ৮৪ মিনিটের মাথায় পরপর লিভারপুলের দিয়াজ এবং রবার্টসনের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর নির্ধারিত সময় খেলার ফলাফল অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল হয়নি এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
আর এই টাইব্রেকারেই চেলসির বিপত্তি ঘটে। দ্বিতীয় শট নিতে গিয়ে চেলসির অ্যাজপিলিকুয়েটা বলটি পোস্টে মারেন। যার ফলে পিছিয়ে পড়ে চেলসি। এরপর পঞ্চম শটে ম্যাচটি জিতে নিতে পারত রেডসরা। তবে সাদিও মানের মারা শট বাঁচিয়ে দেন চেলসি গোলরক্ষক মেণ্ডি। ফলে টাইব্রেকার এগোতে থাকে। এরপরে চেলসির মেসন মাউন্টের শট আটকে দেন বেকার, আর তার পরের শটেই গোল করে লিভারপুলকে এফএ কাপ জিতিয়ে দেন সিমিকাস।