ফুটবল

ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক স্টিমাচ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ১৭ জুন হঠাৎই ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে অপসারণ করা হয় ইগর স্টিমাচকে। এই নিয়ে ফেডারেশনে সঙ্গে অভিযোগ, পালটা অভিযোগের খেলা চলছিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ভারত পৌঁছাতে না পারায় চাকরি হারিয়েছেন ইগর স্টিমাচ। তঁকে অপসারিত করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। আগেই জানিয়েছিলেন শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। সাংবাদিক সম্মেলনে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হওয়া কোচ। বরখাস্ত হওয়া কোচের নিশানায় ভারতীয় ফুটবল ফেডারেশন। তিনি বললেন “ফেডারেশন জানেই না কিভাবে একটা জাতীয় দল চালাতে হয়। ওরা শুধু ক্ষমতা বোঝে।” শুধু ফেডারেশনকে দোষারোপ করেই ক্ষান্ত থাকেননি তিনি। স্টিমাচের তীর সরাসরি ফেডারেশন সভাপতি কল্যান চৌব্যের দিকে।

ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে যথেষ্ট সন্দিহান ইগর স্টিমাচ। তিনি বলেন “আমি এতো জটিলতা নিয়ে ভারতীয় ফুটবলে আসিনি। কিন্তু এখানে এসে দেখলাম ফুটবলটা জেল বন্দী হয়ে আছে। আগামী কুড়ি বছরেও এর পরিবর্তন সম্ভব নয়। আগে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে হবে।” স্টিমাচ জানান তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে লিখিত ভাবে জানিয়েছিলেন ফুটবলের উন্নতির জন্য কি কি প্রয়োজন। তার পরিবর্তে ফেডারেশনে পক্ষ থেকে শুধুই মিথ্যে আশ্বাস পেয়েছেন তিনি। তিনি আরও বলেন “জাতীয় দল যখনই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই আমাকে সরিয়ে দেওয়া হল। এটা আশা করিনি।” এদিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথ থেকে সরে আসছেন না ইগর স্টিমাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version