ফুটবল
EXCLUSIVE: বন্দোদকর গোল্ড ট্রফি খেলতে ভারতে আসছে পার্থ গ্লোরি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর আবারও ফিরতে চলেছে ঐতিহ্যশালী বন্দোদকর গোল্ড কাপ বা ভাউসাহেব বন্দোদকর মেমোরিয়াল ট্রফি। ৫৪ বছরের এই পুরনো প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ফুটবলের বহু ইতিহাস। বন্দোদকর গোল্ড ট্রফি হল গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত প্রথম বড় টুর্নামেন্ট, যা তৎকালীন মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দোদকরের সহায়তা শুরু হয়েছিল। ১২ বছর চলার পর ১৯৯২ সালে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ছিল ডেম্পো স্পোর্টস ক্লাব। আট বার তারা এই প্রতিযোগিতা জিতেছে।
শেষ বার ১৯৯২ সালে বন্দোদকর গোল্ড ট্রফি জেতে সালগাওকার এফসি। এরপর ২৪ বছর বন্ধ থাকার পর ২০১৬ সালে পুনরায় এই টুর্নামেন্ট চালু করা হয়। সেই বছর আমন্ত্রণ ভিত্তিক অনূর্ধ্ব-২১ দলের প্রতিযোগিতা হিসাবে আয়োজন করা হয়েছিল বন্দোদকর গোল্ড ট্রফি। তারপর আবার বন্ধ হয়ে যায় ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। ২০২৪ সালে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের তৎপরতায় আবার চালু হতে চলেছে বন্দোদকর গোল্ড কাপ।
এফসি গোয়া এবং ওড়িশা এফসির মত দল এবারের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আইএসএলের আগে মূলত প্রাক মতশুম প্রস্তুতির জন্যই এই প্রতিযোগিতা খেলতে আগ্রহী ওড়িশা এফসি। এছাড়াও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া এ লিগে খেলা পার্থ গ্লোরির মত দলও অংশ নিতে পারে এবারের বন্দোদকর গোল্ড কাপে। বলাই যায় ভারতীয় ফুটবলে ফিরতে চলেছে আরও একটা ঐতিহ্যশালী প্রতিযোগিতা।