ইস্টবেঙ্গল
Super Cup 2024: ড্র নয়, ডার্বি জিতেই সেমিফাইনালে যেতে চায় ইস্টবেঙ্গল
সৌমজিৎ দে, ভুবনেশ্বর: দুর্বল প্রতিপক্ষ! না, ডার্বিতে দুর্বল শব্দটার কোন অস্তিত্ব নেই। কারণ ডার্বিতে কেউ ফেভারিট হিসাবে মাঠে নামে না। তার প্রমাণ অতীতের বহু কলকাতা ডার্বি। শুক্রবার সুপার কাপের মেগা ডার্বিতে খাতায় কলমে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও লড়াইটা কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগানের। শুক্রবার ডার্বি ড্র করলেই সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদের হেড কোচ পরিষ্কার জানিয়ে দিলেন ড্র নয়, ম্যাচ জিতেই তবে সেমিফাইনালে যেতে চান তিনি। কুয়াদ্রাত বললেন “ড্র-এর ভাবনা নিয়ে মাঠে নামলে পয়েন্ট নষ্ট করতে হতে পারে। তাই ড্র নয়, ডার্বিতে জয় চাইছি আমরা।” লাল-হলুদ ফুটবলার ক্লেইটন সিলভা বললেন “আগামীকাল দুটি দলই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ফুটবল এমন একটা খেলা যেখানে ড্রয়ের মানসিকতা নিয়ে নামলে হারতে হতে পারে। তাই জয় ছাড়া কিছুই ভাবছি না আমরা।”
তিনি আরও বললেন “এটা ভারতের সবথেকে বড় ম্যাচ। তাই এই ম্যাচের অংশ হতে পেরে আমি গর্বিত।” এর আগে ডার্বিতে গোল করেননি ক্লেইটন। আগামীকাল নিজে গোল পেতে চাইছেন তার পাশাপাশি দলের জয়ে কাজে আসতে চান তিনি। মোহনবাগানের যেমন সাত ফুটবলার জাতীয় দলের ডিউটিতে রয়েছেন। তেমনই মহেশ এবং লালচুংনুঙ্গাকে পাচ্ছেন না কুয়াদ্রাত। যদিও এই ব্যাপারে কোন অজুহাত দেখাতে চান না ইস্টবেঙ্গল কোচ। ছয় বিদেশিকে মাঠে নামাতে পারবেন এটা ভেবেই তিনি খুশি। ম্যাচের আগে তিনি বলছেন “আমরা পর্যাপ্ত অনুশীলন করেছি। মোহনবাগানকে হারিয়ে ডার্বি জিতে সেমিফাইনালে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের ফুটবলাররা হার-না-মানা মানসিকতা নিয়েই মাঠে নামবে।”
ডুরান্ড কাপ, আইএসএল বা সুপার কাপ সব জায়গাতেই ভালো ফুটবল খেলছে ইস্টবেঙ্গল এমনটাই মনে করছেন কুয়াদ্রাত। নিজেদের রক্ষণের খেলায় যথেষ্ট আশাবাদী তিনি। সুপার কাপের দুটি ম্যাচে তিনটি গোল হজম করেছে ইস্টবেঙ্গল। কিন্তু তার মধ্যে দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। তাই নিজেদের রক্ষণের পারফরম্যান্স নিয়ে একেবারেই চিন্তিত নন কার্লেস কুয়াদ্রাত। প্রতিটি ডার্বি একটা করে নতুন গল্প লেখে। ডার্বি থেকেই নতুন তারকার জন্ম দেয়। তবুও সুপার কাপ ডার্বির আগে এক ধাপ এগিয়ে থেকেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড আগামীকাল কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া।