ইস্টবেঙ্গল
Super Cup: জিতে সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
সৌমজিৎ দে, ভুবনেশ্বর: জয়টা প্রত্যাশিতই ছিল। তবে সেই জয় পেতে যে এত কাট-খর পোড়াতে হবে ইস্টবেঙ্গলকে সেটা বোধহয় কেউ ভাবেনি। কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। তবে একের পর এক সুযোগ নষ্ট করে নিজেদের উপর চাপ বাড়িয়ে ফেলেন লাল-হলুদ ফুটবলাররা। ৩৩ মিনিটের মাথায় প্রথম গোল পায়ে ইস্টবেঙ্গল। রাকিপের দুর্দান্ত একটি ক্রস থেকে দর্শনীয় গোল করেন ক্লেইটন সিলভা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও অবিশ্বাস্য ভাবে ফিরে আসে হায়দ্রাবাদ এফসি। প্রথমার্ধের একেবারে শেষ দিকে রামলুচুঙ্গার গোলে করে সমতায় ফেরে হায়দ্রাবাদ। ৫৩ মিনিটের মাথায় ক্লেইটন সিলভার গোলে আবার একবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আবারও সমতায় ফেরে হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত বোরহার কর্ণার থেকে সাউল ক্রেসপোর করা গোলে জয় পায় ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সুপার কাপ অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড।