ইস্টবেঙ্গল
মহড়া শুরু ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ২৫ জুন শুরু হবে কলকাতা লিগ। ইতিমধ্যেই কলকাতার বাকি দুই প্রধান কলকাতা লিগের প্রস্তুতিতে নেমে পড়েছে। আর দেরি না করেই সোমবার মাঠে নেমে পড়ল লাল-হলুদ ব্রিগেড। কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের অনুশীলন শুরু হয়ে গেল। প্রথম দিনের অনুশীলনে দেখা গেল তন্ময়, কুশ ছেত্রী, বুনান্দো সিং, কমলজিতদের। এবছর কলকাতা লিগের জন্য বেশ কিছু নতুন মুখ সই করিয়েছে ইস্টবেঙ্গল। তার মধ্যে রয়েছেন চাকু মান্ডি, সুব্রত মুর্মু, বিজয় মুর্মুর মতো ফুটবলাররা। বেশ কিছু ফুটবলার ট্রায়ালেও রয়েছেন।
প্রথম দিনের অনুশীলনে তাদের দেখে নিতে চাইলেন কোচ বিনো জর্জ। মরশুমের প্রথম অনুশীলন, তাই শুরুতেই বেশ কিছুটা সময় ফুটবলারদের শারিরীক সুস্থতার উপর জোর দিলেন কোচ। প্রথম দিনের অনুশীলনে দেখা মিলল না সায়ন চক্রবর্তীর। শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই বাকি ফুটবলাররা অনুশীলনে যোগ দেবেন। প্রসঙ্গত, আসন্ন কলকাতা লিগে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নিজেদের গ্রুপকে যথেষ্ট কঠিন বলেই মানছেন লাল-হলুদ রিজার্ভ দলের কোচ। তিনি বললেন “হাতে সময় খুব কম। আমরা পরিকল্পনা মত দল তৈরি করার চেষ্টা করছি। কঠিন লড়াই হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”