আইএসএল

ISL 2024/25: প্রথম ম্যাচে আবারও জয় অধরা ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের প্রথম ম্যাচে কখনও জয় পায়নি ইস্টবেঙ্গল। শনিবারও বেঙ্গালুরুর মাঠে সেই ঘটনার অন্যথা হল না। ভেঙ্কটেশের করা একমাত্র গোলে বেঙ্গালুরুর কাছে ম্যাচ হারল ইস্টবেঙ্গল।

এদিন ম্যাচের প্রথম থেকেই খুব একটা ভালো ফুটবল খেলতে পারছিল না ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখতে হয় নন্দকুমার, হেক্টর এবং লালচুংনুঙ্গাকে। সেইসঙ্গে ক্রমাগত আক্রমণ করতে থাকছিল বেঙ্গালুরু এফসি। সেই আক্রমণের ফলস্বরূপ ম্যাচের ২৫ মিনিটের মাথায় ভিনিথ ভেঙ্কটেশের করা গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। এরপরও আরও অনেক সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু এফসি, কিন্তু সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি তারা। কিছু সময় ইস্টবেঙ্গলও আক্রমণে উঠে এলেও গোলের রাস্তা খুলতে পারেনি তারাও। জিকসন সিংহের একটা দূরপাল্লা শট সেভ করেন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দিমানতাকোসকে তুলে মাদিহ তালালকে মাঠে নামান হেড কোচ কুয়াদ্রাত। ৭১ মিনিটে ক্লেইটন, আমান এবং বিষ্ণুকে মাঠে নামতেই যথেষ্ট আক্রমণাত্মক খেলা দেখা যায় লাল-হলুদের তরফ থেকে। অন্যদিকে ম্যাচের ৮৬ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান লালচুংনুঙ্গা। তারপর গোলমুখী আক্রমণ করা সত্ত্বেও গোল তুলে আনতে ব্যর্থ জয় কুয়াদ্রাতের দল।

এদিনের ম্যাচের পর ডিফেন্স এবং অজস্র কার্ড দেখা নিয়ে যথেষ্ট মাথা ব্যথা থাকবে লাল-হলুদ কোচের। এবারে দেখার কত দ্রুত এই সব কিছুর সমাধান করে জয়ের সরণিতে ফিরতে পারে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ২২ সেপ্টেম্বর, কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version