ইস্টবেঙ্গল
হীরা মন্ডলের ভাইয়ের সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ৫ মার্চ লিগের লাস্ট বয় হয়ে অষ্টম আইএসএল-য়ে লিগ অভিযান শেষ করেছে এসসি ইস্টবেঙ্গল। দলের কোচ মারিও রিভেরা এখনও গোয়ার হোটেলে আছেন।১০ মার্চ তিনি নিজের দেশের উদ্যেশে রওনা দেবেন।
তার আগেই দল গোছাতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। বেশ কিছু স্থানীয় ফুটবলারদের সঙ্গে প্রাথমিক চুক্তিও সেরে রেখেছেন তারা। জানা গেছে ইতিমধ্যেই নাকি চুক্তি করেছেন নবি হুসেন খান, শুভেন্দু মাণ্ডি, মোহিতোশ রায়, তন্ময় ঘোষ, মনোতোষ চাকলাদারের মতো ফুটবলারের সঙ্গে। এদিন নাকি আরও দুই ফুটবলারকে তারা দলে নিয়েছেন। হীরা মন্ডলের ভাই সাইড ব্যাক নিরঞ্জন মন্ডল ও স্ট্রাইকার আলতাব আলমকে।
যদিও এই ব্যাপারে এখনও কিছু বলছেন না ইস্টবেঙ্গল কর্তারা। যেহেতু এখনও কোনও রফা হয়নি বিলগ্নি কারক সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে। তারা আগামী দিনে থাকবেন, না , চলে যাবেন।
কিন্তু তাদের তৈরি এসসি ইস্টবেঙ্গল দল ভাঙতে চলেছে। রফিক, সৌরভদের কাছে চেন্নাইন এফসির প্রস্তাব আছে। হামতেরও নাকি চুক্তি হয়ে গেছে এটিকে মোহনবাগনের সঙ্গে।
ফলে একদিকে ভাঙা আরেকদিকে গড়ার কাজ চলছে লাল হলুদে।