ইস্টবেঙ্গল
সমর্থকদের সুবিধার কথা ভেবে একই রাস্তায় হাঁটল ইস্টবেঙ্গল-মোহনবাগান
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ প্রতিটি দলের সমর্থকেরা তাদের ১২ তম সদস্য। রোদে পুরে, জলে ভিজে নিজের প্রিয় দলকে সমর্থন করতে গলা ফাটায় তারাই। আর তাদের জন্য ক্লাব ভাববেনা সেটা কী হয়? আসন্ন ইন্ডিয়ান সুপার লীগ ২০২৩ – ২৪ মরশুমে ইস্টবেঙ্গল এফসি’র প্রায় প্রতিটি হোম ম্যাচ সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে শুরু হবে রাত ৮ টা থেকে, আর শেষ হতে প্রায় রাত ১০ টা বাজবে I হাজার হাজার সভ্য সমর্থকেরা বহু দূর দূরান্ত থেকে স্থানীয় পরিবহনের মাধ্যমেই আসেন খেলা উপভোগ করতে এবং প্রিয় দলকে সমর্থন করতে I সেখানে একদিকে যেমন কম বয়সীরা থাকেন, তেমনই বহু বৃদ্ধ মানুষ, মহিলা এমন কি অনেক শিশুরাও আসেন খেলা দেখতে। রাত ১০ টায় ম্যাচ শেষ হলে স্বাভাবিক ভাবেই শহরের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যেতে যে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে, সেটা কল্পনারও অতীতI
সভ্য সমর্থকদের এই অসুবিধার কথা চিন্তা করে ইস্টবেঙ্গল ক্লাব আজ পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে সমগ্র পরিস্থিতির বিষয়টি ব্যক্ত করেছে। মাননীয় পরিবহন মন্ত্রীকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ম্যাচ শেষের পর সভ্য সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেইজন্য যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে নিম্নলিখিত স্থান গুলিতে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহনের ব্যাবস্থা রাখতেI
(এসপ্ল্যানেড, উল্টোডাঙা, গাড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদাহ স্টেশন, হাওড়া স্টেশন) এই সামগ্রিক বিষয়টি ইস্টবেঙ্গল ক্লাব পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছেও ব্যক্ত করেছে।