ইস্টবেঙ্গল

দিমিত্রিয়সের নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – অবশেষে প্রতীক্ষার অবসান! শুক্রবার ইস্টবেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে ১৬ ম্যাচে ১৩ গোল করা গোল্ডেন বুট জয়ী দিমিত্রিয়স দিমানতাকোস আসন্ন মরশুমে লাল-হলুদ জার্সি পড়ে খেলবেন। দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন দিমিত্রিয়স।

এই গ্রীক ফুটবলারের জীবনপঞ্জি কিন্তু যথেষ্ট ঈর্ষণীয়। অনূর্ধ্ব ১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রিসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা ফুটবলার। ২০২২ সালে প্রথমবার ভারতে আসেন তিনি। দক্ষিণের দল কেরালা ব্লাস্টার্সে সই করেন দিমিত্রিয়স। শেষ দুই বছরে এদেশের মাটিতে মোট ৪৪টি ম্যাচ খেলে ২৮টি গোল করে ফেলেছেন দিমিত্রি। করেছেন ৭টি অ্যাসিস্ট।

দিমিত্রির মতো ফুটবলার দলে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ যে অনেক বেশি শক্তিশালী হল তা বিলক্ষণ জানেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তাই তিনি বলছেন,” দিমানতাকোস দারুন ফুটবলার। ও ভারতীয় ফুটবলের সম্পর্কে জানে এবং বোঝে। এখানকার সঙ্গে ও দ্রুত মানিয়েও নিয়েছে। তাই ওর আগমন অবশ্যই আমাদের দলের আক্রমণভাগকে শক্তিশালী করবে। বেশ কয়েকটি দল ওকে সই করানোর দৌড়ে ছিল, তবে দিমানতাকোস শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে সই করবে বলেই মনস্থির করে।”

ইস্টবেঙ্গলে সই করতে পেরে খুশি এই গ্রিক তারকা ফুটবলার। তিনি বলছেন,”আমি ভালোমতোই জানি এশিয়ায় ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক রয়েছে। আমি এমন একটা দলের হয়ে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছি। দলকে জেতাতে আমি সবসময় নিজের সেরাটা দেব। পাশাপাশি সমর্থকদেরও আনন্দ দিতে চাই। দ্রুত কলকাতায় আসছি আমি।”

সবশেষে ইমামি কর্তা বিভাস আগরওয়াল বলেন,”ইমামি ইস্টবেঙ্গল এই মরশুমে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। সেই কারণেই এই প্রচেষ্টা। এমন ফুটবলার দলে আসায় আমি মনে করি সমর্থকরাও গর্ববোধ করবেন। দিমানতাকোস এমন একজন ফুটবলার যে দলকে ম্যাচ জেতাতে পারে। আইএসএলে সোনার বুট জয়ী এই ফুটবলারকে পেয়ে আমরা খুব খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version