আন্তর্জাতিক ফুটবল
শেষ ষোলোয় পর্তুগাল, ড্র ফ্রান্সের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – তুরস্কের বিরুদ্ধে বড় জয় পর্তুগালের। ৩-০ গোলে জিতে ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা পাকা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। প্রথম ম্যাচে জর্জিয়াকে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিরুদ্ধে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল পর্তুগাল। নব্বই মিনিট জুড়েই আধিপত্য দেখাল সিআর সেভেনের দল। যদিও গোল পেলেন না সিআর সেভেন। ম্যাচ শুরুর ছ’মিনিটের মাথায় তুরস্কের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। ২১ মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল। সাত মিনিটের মধ্যেই তুরস্ক রক্ষণের ভুলে আত্মঘাতী গোল থেকে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকায়, দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পর্তুগাল। ৫৪ মিনিটে রোনাল্ডোর বাড়ানো পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রুনো ফার্নান্ডেজ। ৩-০ গোলে তুরস্ককে উড়িয়ে দিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন সিআর সেভেনরা।
অন্যদিকে, ডাচেদের কাছে আটকে গেল এমবাপে-হীন ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতলেও, নাকে চোট পেয়েছিলেন ফরাসি তারকা ফুটবলার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামার আগে এমবাপের চোট চিন্তায় রেখেছিল দিদিয়ের দেশঁকে। এদিন গোলশূন্য ড্র-তেই সন্তুষ্ট থাকতে হল ফ্রান্সকে। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নেদারল্যান্ডসের কাছে। যদিও সে যাত্রায় ফ্রান্সকে রক্ষা করেন গোলরক্ষক মাইক মাইগনান। একাধিক সুযোগ নষ্ট করে ফ্রান্স। ৬৯ মিনিটে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। যদিও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল নিয়ে অসন্তুষ্টি দেখা যায় ডাচ ফুটবলারদের মধ্যে। শেষ পর্যন্ত একটি করে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
শনিবার প্রথম ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে জর্জিয়া। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় জর্জিয়া। পেনাল্টি থেকে গোল করেন জর্জেস। দ্বিতীয়ার্ধে চেকিয়াকে সমতায় ফেরান প্যাট্রিক শিক। সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি চেকিয়া। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।