আইএসএল

প্রথম ম্যাচে জয় চাইছেন চেরনিশভ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামীকাল আইএসএলে প্রথমবারের জন্য মাঠে নামতে চলেছে বাংলার আরেক প্রধান, মহামেডান স্পোর্টিং। প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আইএসএলের প্রথম ম্যাচে নামার আগে রবিবার সাংবাদিক সম্মেলন সারলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ ও দলের অধিনায়ক সামাদ আলি মল্লিক। প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। তবে নিজেদের ঘরের মাঠে নর্থইস্টকেই এগিয়ে রাখছেন চেরনিশভ। তিনি বলছেন “নর্থইস্ট সদ্য ডুরান্ড কাপে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে এবং ট্রফি নিজেদের নামে করেছে। তারা বেশ ভালো ছন্দে রয়েছে।” তবে তিনি নিজেদের দল নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল। বলছেন “আমরাও আই লিগ জিতে আইএসএল খেলতে নামছি। তাই আমরাও চাইবো ঘরের মাঠে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করতে।”

এছাড়াও প্রাক মরশুম প্রস্তুতি কম পেয়েছে দল। তাছাড়াও দলে চোট সমস্যা রয়েছে। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাদিরির চোটও কোচের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। তবে কোচ জানেন ঘরের মাঠে তিনি খেলতে নামছেন, সেখানে তিনি দর্শকদের উপস্থিতি এবং পূর্ণ সমর্থন পাবেন। তাই সব কিছু ভুলে তার লক্ষ্য এখন প্রথম ম্যাচে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version