ফুটবল
কঠিন ম্যাচে নামার আগে প্রস্তুত দুই দল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের মাঝেই হতে চলেছে ভারত বনাম মালয়েশিয়া ফ্রেন্ডলি ম্যাচ। আগামী ১৮ই নভেম্বর হায়দ্রাবাদের গাচিবোলি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে ৩২ বার এক অপরের মুখোমুখি হয়েছে ভারত এবং মালয়েশিয়া যেখানে উভয়েই জয় পেয়েছে ১২ বার এবং ড্র হয়েছে ৮টি ম্যাচ। এছাড়াও ভারত, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান এবং বাংলাদেশের থেকেও বেশি ম্যাচ খেলেছে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই। এছাড়া গতবছর মার্ডেকা কাপে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই ২-৪ গোলে ম্যাচ হারতে হয়েছিল ভারতকে।
আসন্ন মার্চ মাসে রয়েছে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। তার আগেই প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং মালয়েশিয়া। এছাড়া গতবছরের মার্ডেকা কাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই সময়ের ভারতীয় দলের ৯ জন ফুটবলার এবারেও রয়েছেন জাতীয় দলে। অপরদিকে মালয়েশিয়া দলের ২৬ জন সদস্যের মধ্যে ১৪ জন ছিলেন গতবছর মার্ডেকা কাপের দলে। সেখানে রয়েছেন দুজন গোলস্কোরার আরিফ আইমান এবং দিওন কুলস। ফলে দুই দলের ফুটবলাররাই একে অপরকে খুব ভালোমতই চেনেন। ফলে সবাই সবার খেলা সম্পর্কে অবগত।
ইতিমধ্যে ভারতীয় দলে এসেছে আমূল পরিবর্তন। জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। এছাড়া পরিবর্তন হয়েছে দলের কোচও। ইগোর স্টিমাচের পরিবর্তে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন বর্তমান এফসি গোয়া দলের কোচ মানোলো মার্কেজ। অপরদিকে কোচ পরিবর্তন হয়েছে মালয়েশিয়ারও। জুলাই মাসে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার্স প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছতে ব্যার্থ হওয়ার পর, পরিবর্তন হয় দলের কোচ। তার পরেই দলের দায়িত্ব নেন পাউ মার্তি। তিনি দায়িত্ব নেওয়ার পরেই মার্ডেকা প্রতিযোগিতা জেতে মালয়েশিয়া দল। ফিলিপিন্সকে ২-১ এবং লেবাননকে ১-০ গোলে হারিয়ে কাপ নিজেদের নামে করে তাঁরা। তবে গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৪ গোলে হেরে যায় মালয়েশিয়া। যার ফলে ভারতকে টপকে উপরে উঠে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
চলতি মাসের ১৬ তারিখ হায়দ্রাবাদে এসে তার পরেরদিন পাউ মার্তির তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পর্বে গোটা মালয়েশিয়া দল। হায়দ্রাবাদ এফসির অনুশীলন মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলবে তাঁরা। ফলে ফ্রেন্ডলি ম্যাচ হলেও যথেষ্ট উত্তেজগ হবে এই ম্যাচই সেটাই বলাই যায়।