ফুটবল
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আসন্ন এই যোগ্যতা নির্ণায়ক ম্যাচের মধ্যে প্রথম দুটি হোম ম্যাচ আয়োজন করতে চলেছে যথাক্রমে ভুবনেশ্বর এবং গুয়াহাটি। এই যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলার জন্য ভারত কুয়েত এবং কাতারের সাথে “এ” গ্রুপে রয়েছে। এর সাথে যোগ দেবে আরও একটি দল। আফগানিস্তান এবং মঙ্গোলিয়ার মধ্যে একটি খেলা হবে, সেখান জয়ী দল যোগ দেবে এই গ্রুপে। চলতি বছরের ১৬ নভেম্বর কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।
এরপর ২০২৪ মার্চ মাসে আফগানিস্তান বা মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ব্লু টাইগার্সদের। এরপর হোম ম্যাচ খেলার জন্য খুব বেশি সময় পাবেনা ভারতীয় ফুটবল দল। মার্চ মাসের ২৬ তারিখে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রথম হোম ম্যাচটি খেলবে ভারত।