আইএসএল
বৃহস্পতিবার কোচিতে ইন্ডিয়ান সুপার লিগের বোধন
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ আজ শুরু ভারতের কোটি টাকার লিগ, আইএসএল। বৃহস্পতিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। আইএসএলের দশম সংস্করণে মোট ১২ টি দল নিয়ে খেলা হবে। পাঞ্জাব এফসি এবারের আইএসএলে নতুন যোগ দিয়েছে। প্রথম ম্যাচে সুনীল ছেত্রীকে ছাড়াই মাঠে নামবে বেঙ্গালুরু এফসি। সুনীল এই মুহুর্তে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন এশিয়ান গেমসে। গত মরশুমের বেঙ্গালুরু বনাম কেরালা ম্যাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পুরো ম্যাচ না খেলে মাঠ ছাড়ার জন্য জরিমানা দিতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে।
অন্যদিকে ঘরের মাঠে দর্শকদের পূর্ণ সমর্থন নিয়ে মাঠে নামবে কেরালা। চলতি মরশুমে মোহনবাগান থেকে দলে নিয়েছে প্রিতম কোটালকে। প্রবীর দাসের মত অভিজ্ঞ রক্ষণভাগের ফুটবলার রয়েছে তাদের কাছে। সুনীলের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন শিবাশক্তি। সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট, ইন্ডিয়ান সুপার লিগ।