আইএসএল
বেঙ্গালুরু এফসির সাথে সম্পর্ক ছিন্ন করলেন সাইমন গ্রেসন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পরেই সরে দাঁড়ালেন বেঙ্গালুরু এফসির কোচ সাইমন গ্রেসন। শুক্রবার রাতে আইএসএলের ম্যাচে মুম্বইয়ের কাছে ০-৪ গোলে হেরে যায় গ্রেসনের দল। শনিবার সকালেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে জানানো হয় সাইমন গ্রেসনের এই খবর। বেঙ্গালুরু এফসির সাথে আলোচনার ভিত্তিতেই সম্পর্ক ছিন্ন করলেন হেড কোচ সাইমন গ্রেসন। প্রায় এক বছরেরও বেশি সময় কোচিং করার পরেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। চলতি মরশুমে আইএসএলে আশানুরূপ ফল করতে পারছেনা বেঙ্গালুরু এফসি। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে ড্র এবং একটি হার।
বেঙ্গালুরু এফসির মত দলের কাছে এই ব্যর্থতা একেবারেই আশানুরূপ নয়। তবে কীচ সাইমন গ্রেসনের সঙ্গে একেবারেই সম্পর্ক তিক্ত করতে চায়নি বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। অফিসিয়াল ওয়েবসাইটে সাইমন গ্রেসনকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করা হয়েছে। তবে গ্রেসনের সাফল্য নিয়ে অনেকেই যে অখুশি সেকথা স্পষ্ট। গতকাল হারের পর পার্থ জিন্দালের একটি টুইট সেকথাই পরিষ্কার করে দিচ্ছে। তবে শুধু চলতি মরশুমের আইএসএলের কথা বাদ দিলে সাফল্য কিন্তু এসেছে সাইমনের হাত ধরে। তার আমলেই তিনবার ফাইনালে পৌঁছেছে বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন এবং সুপার কাপেও ভালো ফল করেছিল বেঙ্গালুরু। তবে সবটাই নির্ভর করে সময়ের উপর। এখান থেকেই হয়তো নতুন কিছু ভাবছে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট।