ইস্টবেঙ্গল
১৯ ঘণ্টার বাস জার্নি, ভোর সাড়ে পাঁচটায় মালাপ্পুরামে বাংলা দল…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সন্তোষ ট্রফি খেলতে বুধবার ভোরে কলকাতা ছেড়েছিল বাংলা দল। প্রথমে বিমানে বেঙ্গালুরু। এবং তারপর বেঙ্গালুরু থেকে বাসে মালাপ্পুরম। দূরত্ব ছিল ৩৭৫ কিলোমিটারের আশেপাশে। তাই এতটা লম্বা রাস্তার বাস জার্নিতে বাংলা দলকে যে ভুক্তভোগী হতেই হবে তা জানাই ছিল। সকাল ১১টা নাগাদ বেঙ্গালুরু থেকে রওনা দেয় বাংলা দল। দুপুরের মধ্যাহ্নভোজের জন্য কিছুটা সময় নষ্ট হয়।
তারপর আবার শুরু হয় বাস জার্নি। এই লম্বা রাস্তায় পড়ে দুটো জঙ্গল এবং পাহাড়ি রাস্তা। তার মধ্যে বৃষ্টি নামে। ফলে বাসের গতি শ্লথ হয়। শেষ পর্যন্ত বাংলা দল মালাপ্পুরাম পৌঁছায় ভোর সাড়ে পাঁচটায়। স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থা বেশ খারাপ বাংলা দলের ফুটবলারদের। বৃহস্পতিবার বাংলা দলের অনুশীলনে ছুটি। শুক্রবার অনুশীলন করে শনিবার সকালে পাঞ্জাবের বিরুদ্ধে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলার প্রথম ম্যাচ।