আন্তর্জাতিক ফুটবল
মরসুমের প্রথম এল-ক্লাসিকোতে রিয়ালকে ১-০ গোলে হারাল বার্সেলোনা, নেমেই নজর কাড়লেন লেওয়ানডস্কি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় সই করার পরে রবার্ট লেওয়ান্ডস্কির প্রথম ম্যাচই ছিল আমেরিকায় অনুষ্ঠিত ‘এল-ক্লাসিকো’। তবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে রবিবার তিনি গোল করতে না পারলেও দারুণ খেলেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড। যদিও মরসুমের প্রথম এল-ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দিল বার্সা। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন রাফিনহা। প্রসঙ্গত ব্রাজিলের এই ফুটবলারের এটিই বার্সেলোনায় প্রথম মরসুম। তাই তার পরপর ম্যাচে গোল পাওয়া অবশ্যই মুখে হাসি ফুটিয়েছে বার্সেলোনা হেড কোচ জাভির।
এদিন মরশুমের প্রথম এল ক্লাসিকোতে লাস ভেগাসে মাঠে হাজির ছিলেন মোট ৬১,২৯৯ জন। চেলসি থেকে রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পরে আন্তোনিও রুডিগার এই ম্যাচে খেলেন। যদিও রিয়ালের তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জেমা এই ম্যাচে অংশ নেননি। এর প্রধান কারণ হল তিনি মাত্র কয়েকদিন হয়েছে রিয়াল অনুশীলনে যোগ দিয়েছেন। আক্রমণে রিয়ালের হয়ে এদিন খেলেন এডেন হ্যাজার্ড।
এদিন ম্যাচ শুরু হওয়ার পরে মাত্র ১১ মিনিটের মাথায় গোল করার দারুন সুযোগ পেয়েছিলেন বার্সেলোনায় নবাগত লেওয়ান্ডস্কি। তবে সেসময় তা বাঁচিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া। এর কিছুক্ষণ পরেই রিয়ালের ভালভার্দের শট পোস্টে লেগে ফিরে আসে। রিয়ালের হয়ে প্রথম ম্যাচ খেলা রুডিগার এরপর অল্পের জন্য গোল মিস করেন। আর তার কিছুক্ষণ পরেই খেলার ২৭ মিনিটের মাথায় বার্সেলোনাকে গোল করে এগিয়ে দেন রাফিনহা।
এই ম্যাচে যে রিয়াল তাদের গোল মেশিন করিম বেঞ্জেমাকে প্রচন্ডভাবে মিস করেছে তা খেলার পরে পরিষ্কার করে দেন রিয়াল হেড কোচ কার্লো আনচেলত্তি।
আন্তর্জাতিক ফুটবল
FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।
প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
আন্তর্জাতিক ফুটবল
UEFA NATIONS LEAGUE: জয় দিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। জয় পেল ফ্রান্সও…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের গ্রুপের প্রথম স্থানে হ্যারি কেনরা। খেলা ছিল ফ্রান্সেরও। তবে দলে ছিলেননা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবুও ইতালিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে ইতালি।
গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ইংল্যান্ডের। অপরদিকে ইংল্যান্ড আক্রমণ রুখতে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড দল। সেই রক্ষণাত্মক ফুটবলের কারণে প্রথমার্ধে ইংল্যান্ড আক্রমণকে সামাল দিতে সক্ষম হয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আয়ারল্যান্ডের ফুটবলার লিয়াম স্কেলস। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড এবং এরই পাশাপাশি বাকি ম্যাচে দশ জনে খেলতে হয় ইংল্যান্ডকে। সেই পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তার পর থেকেই শুরু হয় গোলের মহড়া। ৫৫ এবং ৫৮ মিনিটে গোল করে যান অ্যান্থনি গর্ডন এবং কনর গ্যালাঘার। তারপর ম্যাচের ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিসের গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড।
অপরদিকে ইতালির বিরুদ্ধে খেলতে নামার আগে তাদের থেকে তিন পয়েন্টে পিছিয়ে ছিল ফ্রান্স। তাছাড়াও দলে নেই এমবাপের মত ফুটবলার। কিন্তু জয়ের জন্য ফ্রান্সের এই ম্যাচের নায়ক ছিলেন আদ্রিয়েন হাবিয়ঁ। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে ইতালির ফুটবলার গুগলিয়েলমো ভিকারিয়োর আত্মঘাতী গোলে ব্যবধান বারে ফ্রান্সের। যদিও ৩৫ মিনিটে আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসোর গোলে ব্যবধান কমায় ইতালি। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণকে ভাঙতে সক্ষম হননি ইতালি ফুটবলাররা। তবে অপরদিকে ম্যাচের ৬৫ মিনিটে আদ্রিয়েন হাবিয়ঁ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফ্রান্সের। ৩-১ গোলে এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।
আন্তর্জাতিক ফুটবল
UEFA NATIONS LEAGUE: বড় জয় দিয়েই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই কেরিয়ারের ৯০০তম গোলটি সম্পূর্ণ করেছিলেন ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সে এসেও ছুটে চলেছেন নিজের ১০০০তম গোলের দিকে। এবারে নেশনস লিগের ম্যাচে পুরোন সি আর সেভেনকে দেখল ফুটবলবিশ্ব। নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। পোলান্ডকে ৫-১ গোলে হারানোর সাথেই করে গেলেন বাইসাইকেল কিকে বিশ্বমানের গোল। এছাড়াও গোল পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেটো।
শুক্রবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল লেওয়ানডস্কির দল পোল্যান্ড। দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। কিন্তু এই ম্যাচে একপেশে জয় পেয়েছে পর্তুগাল। প্রথমার্ধে কোনও গোল না এলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তারপর ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু এখানেই থামেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে থেকে ভেসে আসা একটি বলে বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দিয়ে বিশ্বমানের গোল করে গেলেন রোনাল্ডো। এই গোলটি মনে করিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে করা তার সেই ঐতিহাসিক গোলটির কথা।
শুধু গোল নয়, এদিনের ম্যাচে রোনাল্ডো বাড়িয়েছেন একটি গোলের বলও। অপরদিকে ম্যাচের ৮০ মিনিটে গোল পান ব্রুনো ফার্নান্দেজ। ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পেদ্রো নেটো। এছাড়া ৮৮ মিনিটে ডমিনিক মারজুকের গোলে ব্যবধান কমায় পোল্যান্ড। তবে একটি গোল শোধ করলেও, যেই ব্যবধানে পর্তুগাল এগিয়ে ছিল, তা সামাল দেওয়া কোনওভাবেই সম্ভব ছিলনা লেওয়ানডস্কিদের কাছে। অবশেষে এই ম্যাচে জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি