আন্তর্জাতিক ফুটবল
UCL 2024/25: জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার। আতলেতিকোর কাছে হার পিএসজির…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গাতেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের আগমনে যেন নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছেন পেদ্রি, লামিন ইয়ামালরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেওয়নডস্কি। অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হার স্বীকার করে পিএসজি।
বুধবার রাইকো মিতিচ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে, রাফিনহার ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ। তারপর আক্রমণ তুলে আনতে থাকে রেড স্টার বেলগ্রেডও। ফলে ম্যাচের ২৭ মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতায় ফেরে তাঁরা। তারপর মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে শুরু করে হান্সি ফ্লিকের ছেলেরা। ফলে প্রথমার্ধের একদম শেষের দিকে ৪৩ মিনিটের মাথায় লেওয়নডস্কির গোলে এগিয়ে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় লেওয়নডস্কির। তবে সেই গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। ৫৩ মিনিটেই জুলস কুন্দের বাড়ান বল জালে ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে যান লেওয়নডস্কি। এরই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৭০০তম গোলটিও সম্পূর্ণ হয় বার্সেলোনার। ম্যাচের ৫৫ মিনিটে সেই জুলস কুন্দের বাড়ান বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৭৬ মিনিটে ফারমিন লোপেজের করা গোলে ৫-১ গোল এগিয়ে যায় বার্সেলোনা। অবশেষে ম্যাচের ৮৪ মিনিট মিলসনের করা গোলে রেড স্টার বেলগ্রেডের ব্যবধান কমালেও ৫-২ গোলে ম্যাচ জিতে যায় বার্সেলোনা।
অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে যায় পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর এমিরির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের ১৮ মিনিটে নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলেই ম্যাচ শেষের দিকে গেলেও ম্যাচের একদম শেষ মুহূর্তে সংযোজিত সময়ে আনহেল কোরেয়ার গোলে জয় তুলে আনতে সক্ষম হয় দিয়েগো সিমিওনের দল।