আন্তর্জাতিক ফুটবল

নতুন রেকর্ডের দোরগোড়ায় বার্সেলোনা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই মরশুমে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। একটানা সাতটি ম্যাচ জিতে এখন লা লিগার টেবিল শীর্ষে জায়গা করে নিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট বেশি পেয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ২১।

বৃহস্পতিবার রাতে এই মরশুমে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারা গেটাফের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। বার্সার ছন্দ দেখে গোটা ফুটবল দুনিয়া জানত খুব সহজেই জয় পাবে তারা। কিন্তু এদিনই বরং বেশ কিছুটা কঠিন ম্যাচ খেলতে হয় বার্সেলোনাকে। ১৫ বার গোলে শট নিয়ে মাত্র একবার প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে গোলমুখ খোলে বার্সেলোনা। জুলস কাউন্ডের ভাসানো বল ক্লিয়ার করতে সামান্য ভুল করেছিলেন সোরিয়ার। আর সেই সুযোগ কাজে লাগিয়েই জালে বল জড়িয়ে দেন লেয়ানডস্কি। ইতিমধ্যেই ৭টি ম্যাচে সাতটি গোল হয়ে গেছে তাঁর। অন্যদিকে এখনও পর্যন্ত বার্সেলোনার করা মোট গোল সংখ্যা ২৩। আর হজম করতে হয়েছে মাত্র ৫টি গোল।

প্রসঙ্গত ২০১৩-১৪ মরশুমে প্রথম আটটি ম্যাচ জিতেছিল বার্সেলোনা। তারপর ২০১৭-১৮ তেও পরপর সাতটি ম্যাচ জিতেছিল তারা। এখন দেখায় এই মরশুমে নিজেদের নজির নিজেরাই ভাঙতে পারে কি না বার্সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version