আন্তর্জাতিক ফুটবল
অমীমাংসিত মাদ্রিদ ডার্বি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ড্র হল মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদ প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ মূহূর্তে গোল করে সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১-১ গোলে ড্র হয় ম্যাচ। এই ম্যাচে কিলিয়ান এমবাপে না খেলায়, তার অভাব দেখা গেল রিয়াল মাদ্রিদে। দ্বিতীয়ার্ধে খেলা চলাকালীন দুই দলের সমর্থকেরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই ঝামেলার জন্য প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে দুই দলের মধ্যে। কিন্তু গোল তুলে আনতে পারছিলনা দুই দলই। অবশেষে ভিনিসিয়াসের বাড়ান বল থেকে গোল করেন এডার মিলিতাও। দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীতে এগিয়ে যায় রিয়াল। এই গোলের পরে প্রাক্তন অ্যাটলেটিকো তথা বর্তমানে রিয়ালের গোলকিপার কুর্তোয়ার সেলিব্রেশন দেখে ক্ষোভে ফেটে পড়েন অ্যাটলেটিকো সমর্থকরা। প্লাস্টিকের বোতল ও লাইটার ছুঁড়তে থাকেন তারা মাঠে। কুর্তোয়ার দিকে উদ্দেশ্য করে লাইটার ও জলের বোতল ছোঁড়ায় তিনি রেফারিকে বিষয়টি জানান।
রিয়ালের জয় যখন প্রায় নিশ্চিত, ঠিক সেই সময় ম্যাচের একদম শেষ মুহূর্তে অ্যাঞ্জেল কোরিয়া গোল করে সমতায় ফেরান অ্যাটলেটিকোকে। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদের মার্কোস লরেন্টে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। অমীমাংসিত ভাবেই শেষ হয় মাদ্রিদ ডার্বি। ফলস্বরূপ মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট ভাগ করে নিতে হয় রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে।