ফুটবল
ভারতীয় ফুটবলে সম্ভাবনা দেখছেন আর্সেন ওয়েঙ্গার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফিফা এবং এআইএফএফের যৌথ উদ্যোগে যে ফুটবল একাডেমি গড়ে উঠতে চলেছে সেই লক্ষ্য নিয়েই সোমবার ভারতে পা রাখলেন ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার। আগামীকাল ভুবনেশ্বরে ফুটবল একাডেমির উদ্বোধন করবেন তিনি। ভারতে পা রেখেই এআইএফএফ সভাপতি কল্যান চৌবের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলেন। মূলত ভারতের যুব ফুটবলের উন্নতির লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের বাছাই করা বেশ কয়েকটি ফুটবল একাডেমির প্রধানের সাথেও কথা বলবেন ওয়েঙ্গার। আর্সেন ওয়েঙ্গারের উপস্তিতিতে এমন একটা পদক্ষেপ নিতে পেরে অত্যন্ত খুশি কল্যান চৌবে।
তিনি মনে করছেন ওয়েঙ্গারের হাত ধরেই ভারতীয় ফুটবল বিশ্ব ফুটবলের মানচিত্রে একটা নতুন জায়গা করে নেবে। ভারতে পা রেখেই ভারতীয় ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ আর্সেন ওয়েঙ্গার। সমগ্র বিশ্বের ফুটবলের উন্নতির লক্ষ্য নিয়ে তিনি পরিকল্পনা করছেন। ফলে ভারতীয় ফুটবলে কিভাবে উন্নতি সম্ভব সেই ব্যাপারেও যথেষ্ট আশাবাদী তিনি। ওয়েঙ্গার মনে করছেন বিশ্ব ফুটবলে ছাপ রাখার মতো প্রয়োজনীয় রসদ ভারতীয় ফুটবলে রয়েছে। ভারতীয় ফুটবলকে সোনার খনীর সাথে তুলনা করলেন তিনি। তবে ভারতীয় ফুটবলকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে হলে খুব দ্রুত কাজ শুরু করতে হবে বলেই মনে করছেন কিংবদন্তী এই ফুটবলার।