আন্তর্জাতিক ফুটবল
একাই চার গোল রিয়াল মাদ্রিদকে, ইতিহাস গড়লেন আর্জেন্টাইন ফুটবলার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চার গোল! কথাটা শুনতে যতই সহজ লাগুক কাজটা বাস্তবে ভীষণই কঠিন। আর সেই কঠিন কাজটাকে ভীষণ সহজ ভাবে করে দেখালেন তরুণ এক আর্জেন্টাইন ফুটবলার।
ভালেন্তিন মারিয়ানো হোসে কাস্তেয়ানোস হিমেনেজ, সতীর্থরা তাকে ডাকেন তাতি বলে। মাত্র ২৪ বছরের এই ফুটবলার নিপুণ দক্ষতায় একাই ৪ বার রিয়েলের জালে বল জড়িয়ে দিলেন। আর তাই জিরোনার কাছে ৪-২ ব্যবধানে হেরে গেল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকায় চোখ বোলালেই বোঝা যাবে যে রিয়েলের এই হারে অনেকটাই সুবিধা হল বার্সেলোনার। ৩১ ম্যাচ খেলে ৬৫ পয়েন্টে দাঁড়িয়ে আছে রিয়েল। অন্যদিকে ৩০ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। তবে সব থেকে অবাক করে দিয়েছে জিরোনা। দ্বিতীয় বিভাগ থেকে লা লিগায় সুযোগ পাওয়া এই দলটি সংগ্রহ করতে পেরেছে ৪১ পয়েন্ট। আর তাদের দলের তরুণ ফুটবলার গড়ে ফেললেন নতুন কীর্তি। রিয়াল এর বিপক্ষে চার গোল করা দশম ফুটবলার হিসেবে নাম তুললেন ফুটবল ইতিহাসের খাতায়। তবে এই কীর্তি বর্তমান যুগে যে বিরল তা বলার অপেক্ষা রাখে না। ৭৬ বছর আগে রিয়ালের বিরুদ্ধে পাঁচ গোল একা করেছিলেন এস্তেবান এচেভেরিয়া। তারপর এই প্রথম কেউ রিয়াল মাদ্রিদকে একা এতগুলো গোল দেওয়ার মত দুঃসাহসিক ঘটনা ঘটাতে সক্ষম হয়েছেন।