আন্তর্জাতিক ফুটবল

ফিফা ক্রমতালিকায় শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিলকে টপকে গেল ফ্রান্সও

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও শুনতে হয়েছিল গঞ্জনা। ফিফা ক্রমতালিকায় তখনও প্রথম স্থানে নেমেসিস ব্রাজিল। কিন্তু এবার সব হিসেব উল্টেপাল্টে দিয়ে জবাব দিল লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রায় ছয় বছর পর ফিফার ক্রমতালিকায় প্রথম স্থানে জায়গা পেল তারা।

ফিফার প্রকাশিত নতুন ক্রমতালিকায় প্রথমে থাকা ব্রাজিলের জায়গা হয়েছে তৃতীয় স্থানে। এমনকি তাদেরকে টপকে গিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। আর শীর্ষে এখন আর্জেন্টিনা। পানামা ও কুরাশাওকে হারিয়েই তালিকায় এই রদবদল ঘটিয়েছেন মেসিরা। সেরা পাঁচের পয়েন্ট তালিকায় চোখ বোলালে দেখা যাবে, ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স, ১৮৩৪.২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম এবং ইংল্যান্ড। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ০.১০ এর। বেলজিয়াম ১৭৯২.৫৩ এবং ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ১৭৯২.৪৩ পয়েন্ট। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন জায়গা পেয়েছে সেরা দশের মধ্যে। ফিফার বিশ্ব ক্রমাঙ্কের পরবর্তী তালিকা প্রকাশ হবে আগামী ২০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version