আন্তর্জাতিক ফুটবল
কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে মেসিরা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – প্রত্যাশা মতোই কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে তারা কানাডাকে হারাল ২-০ গোলে। চলতি কোপা আমেরিকায় প্রথম গোল পেলেন লিও মেসি। চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। ২৩ মিনিটে আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান মেসি। ২-০ গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে কলোম্বিয়া এবং উরুগুয়ে।