আইএসএল
চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগস্ট মাসে ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘ ৫ বছরের চুক্তিতে সই করার পরেও আইএসএলের প্রথমের দিকে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলি।
শুধুই নির্বাসন নয়। পিএসসি থেকে জানানো হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ্য টাকার জরিমানাও দিতে হবে তার পুরোনো ক্লাব মোহনবাগানকে। যদিও সেই জরিমানা আনোয়ার সহ ইস্টবেঙ্গল ও দিল্লী এফসিকেও যৌথভাবে মেটাতে হবে বলে রায় দিয়েছে পিএসসি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লী এফসি আগামী দুটি মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী দুটি মরশুম নতুন কোনও ফুটবলার সই করাতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব দুটি।
তবে জানা যাচ্ছে এই বিষয়ে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আনোয়ার এই সিদ্ধান্তের জন্য ফিফার কাছেও আবেদন করতে পারেন বলেই জানা যাচ্ছে। এবারে দেখার কত দ্রুত এই সমস্ত বিষয় সমাধান করে মাঠে ফিরতে পারেন আনোয়ার আলি।