আইএসএল
চোটের কবলে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিংহ। জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়লেন দুজনেই..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট। এই ম্যাচে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল বাগান কোচ হোসে মোলিনার কাছে। তবে কোনভাবে ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু এই ম্যাচে চোট পান মোহনবাগান মাঝমাঠের ফুটবলার অনিরুদ্ধ থাপা। যার ফলে আসন্ন জাতীয় দলের ক্যাম্প থেকেও বাদ পড়লেন তিনি। এছাড়াও চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন মুম্বাই দলের বিক্রম প্রতাপ সিংহ।
আমরা গতকালই জানিয়েছিলাম যে চোটের কারণে হয়ত জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিতে পারবেন না অনিরুদ্ধ থাপা। এবারে সেই খবরেই পড়ল সিলমোহর। চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়লেন মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ থাপা। রবিবার আহমেদ জাহু বারবার অনিরুদ্ধকে কড়া ট্যাকেল করেই চলেছিলেন তবে একটিবারও রেফারি তাকে কোনও কার্ড দেখাননি। ঠিক আগের বছর আইএসএলে এই মোহনবাগানের বিরুদ্ধেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আহমেদ জহুর করা ট্যাকেলের জন্যই দীর্ঘদিন মাঠের বাইরে চলে যেতে হয়েছিল বাগান ফুটবলার সাহাল আব্দুল সামাদকে। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পরিবর্তন হল শুধু স্টেডিয়াম এবং ফুটবলার।
জহুর ট্যাকেলের পর সঙ্গেসঙ্গেই মোহনবাগান চিকিৎসাকর্মীরা মাঠে প্রবেশ করেন থাপার শুশ্রূষার জন্য। তবে অনিরুদ্ধকে দেখেই তাঁরা বুঝে যান এই ম্যাচে আর খেলার মত জায়গায় নেই তিনি। তাই সঙ্গে সঙ্গেই তাঁকে পরিবর্তন করার নির্দেশ দেন চিকিৎসাকর্মীরা। এমনকি মাঠের বাইরে বেরোনোর সময়ও হাঁটতে খুবই অসুবিধে হচ্ছিল অনিরুদ্ধ থাপার। এবারে এই চোটের কারণে আসন্ন ভারতের জাতীয় দলের ক্যাম্প থেকেও বাদ পড়লেন তিনি। তবে শুধু অনিরুদ্ধ নয়, চোটের কারণে বাদ পড়েছেন মুম্বাই দলের আক্রমণভাগের ফুটবলার বিক্রম প্রতাপ সিংহও। তবে তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন থোইবা সিংহ। এবারে দেখার কত দ্রুত নিজেদের সুস্থ করে আবার ফুটবল মাঠে প্রত্যাবর্তন ঘটে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিংহের।