আন্তর্জাতিক ফুটবল

পরের বিশ্বকাপও খেলবেন মেসি? জানালেন আগুয়েরো

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ১৮ই ডিসেম্বর, ২০২২। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর কোটি কোটি সমর্থকদের অন্তহীন অপেক্ষার পর জিতে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই রাত থেকেই যে প্রশ্নটা বারবার ঘুরে আসছে তা হল এটিই কি মেসির শেষ বিশ্বকাপ? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মেসির সতীর্থ আগুয়েরো।

বিশ্বকাপ জয়ের আগেই মেসি জানিয়েছিলেন ফলাফল যাই হোক, ২০২২ ই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে এখনই খেলা ছাড়বেন না তিনি এটাও জানিয়েছেন বিশ্বকাপের পরে। বিশ্বকাপজয়ী দল হিসেবে তিনি আরো বেশ কিছু ম্যাচ খেলতে চান এমন ইচ্ছেই প্রকাশ করেছিলেন মেসি। কিন্তু পরবর্তী বিশ্বকাপ খেলবেন কি না সেই প্রসঙ্গে স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। যদিও কোচ লিওনেল স্কালোনি মনে করেন স্বাচ্ছন্দে ২০২৬ বিশ্বকাপ খেলতেই পারেন মেসি। এমনকি মেসি খেলুন এটাই তার ইচ্ছে। এই একই ইচ্ছে প্রকাশ করেছেন মেসির সতীর্থ আগুয়েরো। তিনি বলেছেন পরিকল্পনামাফিক চললে পরবর্তী বিশ্বকাপ খেলাটা মেসির পক্ষে অসম্ভব নয়। তবে অবশ্যই তার জন্য প্রয়োজন নির্দিষ্ট রুটিন মেনে চলা এবং যতটা সম্ভব চোট থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ২০২৬ সালে যৌথভাবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। তবে তার আগেই ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলেছে কোপা আমেরিকা যেখানে আরো একবার জয়ের লক্ষ্য নিয়েই ঝাঁপাবে আর্জেন্টিনা। কোপায় খেলে মেসির তখন বয়স হবে ৩৭। এবং বিশ্বকাপের সময় তা গিয়ে দাঁড়াবে ৩৯। আগামী চার বছর নিজেকে কঠোর পরিশ্রম এবং নিয়মের মধ্যে বেঁধে রাখতে পারলে মাঠে মেসি ম্যাজিক দেখতে পাওয়া সময়ের অপেক্ষা মাত্র, এমনটাই মনে করেন আগুয়েরো। তবে পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে এই সিদ্ধান্তটা মেসির একান্তই ব্যক্তিগত এবং সকলের উচিত মেসির সিদ্ধান্তকে সম্মান জানানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version