ফুটবল

পিন্দাদোর শূন্যস্থান পূরণ করতে মোহনবাগানে যোগ দিলেন নতুন গোলকিপার কোচ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ গত মরশুমে মোহনবাগানের গোলকিপার কোচের দায়িত্ব সামলেছেন জেভিয়ার পিন্দাদো। পিন্দাদোর তত্বাবধানে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন বিশাল কাইথ। কিন্তু চলতি মরশুমের শুরুতেই সবুজ মেরুনের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে পিন্দাদোর। তার জায়গায় দায়িত্ব নিয়েছিলেন বাঙালি গোলরক্ষক অভিজিৎ মন্ডল। তার তত্বাবধানেই জুনিয়র এবং সিনিয়র দলের গোলরক্ষকরা অনুশীলন করছিলেন। তবে সমস্যা দেখা দেয় অন্য জায়গায়। গত কয়েকটি ম্যাচেই বেশ নরবরে দেখাচ্ছে বিশাল কাইথকে। এএফসি কাপে ঢাকা আবাহনীর বিরুদ্ধে নির্বিষ বলে গোল হজম করতে হয়েছে তাকে। তাই রবিবার মুম্বই সিটি বধের পরেই মোহনবাগান দলের সাথে যোগ দিলেন নতুন গোলকিপার কোচ মার্টিন রুইজ স্যাঞ্চেজ। স্প্যানিশ এই গোলকিপার কোচ দলের সাথে যোগ দিয়েই অভিনব পদ্ধতিতে অনুশীলন শুরু করিয়ে দিলেন বিশাল কাইথদের।

ডুরান্ড কাপের সেমিফাইনালের আগে মোহনবাগানের শেষ দূর্গের প্রহরীর জায়গা টাও পাকা পোক্ত করে ফেলতে চান জুয়ান ফেরান্দো। মার্টিন রুইজ বসুন্ধরা কিংসের সাথে সম্পর্ক ছিন্ন করে মোহনবাগানে যোগ দিলেন এর আগেও ভারতীয় ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৭-১৮ মরশুমে দেল্লি ডায়নামোসের হয়ে কাজ করেছিলেন তিনি। তার আগে ২০১৫-১৬ মরশুমে মুম্বই সিটি এফসির গোলকিপার কোচ ছিলেন তিনি। স্প্যানিশ ফুটবল থেকেই গোলকিপার কোচিং-এর দায়িত্বে হাতেখড়ি। দেল্লি দায়ানামোসের দায়িত্বে থাকাকালীন তার অধিনে ১৯ টি ম্যাচ খেলেছে দল। সদ্য বসুন্ধরা কিংসে যোগ দিলেও খুব বেশিদিন দীর্ঘায়িত হয়নি সেই সম্পর্ক।

চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের এই ক্লাবটির সাথে তার চুক্তি হয়। তবে ৬ মাস না পেরোতেই মোহনবাগানে যোগ দিলেন মার্টিন। সোমবার অনুশীলনের প্রথম দিনেই কাজ শুরু করে দিলেন তিনি। মাঠে নেমেই সবুজ মেরুন গোলরক্ষকদের নিয়ে শুরু হল নানান অভিনব পদ্ধতিতে মার্টিনের অনুশীলন। মার্টিনের পাশাপাশি সহকারী হিসাবে দায়িত্ব সামলাবেন অভিজিৎ মন্ডল। আজকের অনুশীলনে বেশ কয়েকবার অভিজিৎ মন্ডলের সাথে কথা বলতে দেখা গেল মার্টিনকে। অনুশীলনের মধ্যে যতবার ভুল করলেন বিশাল কাইথ তাকে আলাদা করে ভুল শুধরে দিলেন তিনি। বিশাল কাইথকে আগের ছন্দে ফিরিয়ে আনাই তার কাছে মূল চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version