আন্তর্জাতিক ফুটবল
Asian Games: সুনীল ছেত্রীর পেনাল্টিতে মানরক্ষা ভারতীয় ফুটবল দলের
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ শেষ মুহুর্তের গোলে বাংলাদেশকে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রাখল ভারত। এশিয়ান গেমসের গ্রুপ স্টেজের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছিল। ভারতীয় দল চীনের কাছে পরাজিত হওয়ার পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। অন্যদিকে প্রথম ম্যাচে মায়ানমারের কাছে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচে প্রথমার্ধ যদি ভারতের হয়, নিঃসন্দেহে দ্বিতীয়ার্ধ তাহলে বাংলাদেশের। মিতুল মার্মার অপ্রতিরোধ্য মনোভাবেই গোলশূন্য থাকল প্রথমার্ধ। একাই লড়ে গেলেন বাংলাদেশ দূর্গের শেষ প্রহরী হয়ে। সুনীল ছেত্রী, রাহুল কেপিদের গোল করার প্রচেষ্টা ব্যর্থ করলেন।
অন্যদিকে তিনকাঠির নিচে অনবদ্য খেললেন ধীরাজ সিং। ২৫ মিনিটের মাথায় হাসানের বাড়ানো সুন্দর বল প্রতিহত হল ধীরাজের দস্তানায়। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে তিন তিনবার সুযোগ হারাল ভারতীয় দল। কর্ণার থেকে উড়ে আসা বল বাংলাদেশ রক্ষণে প্রতিহত হয়ে সুনীল ছেত্রীর কাছে পৌছায়। সুনীলের শট রুখে দেন মিতুল। এরপর ফিরতি বলে শট নেন রাহুল কেপি, আবারও গোল লাইন সেভ করেন বাংলাদেশ গোলরক্ষক। শেষ পর্যন্ত অঞ্জুকানদানের হেড বাধাপ্রাপ্ত হয়ে বার পোস্টে লেগে ফিরে আসে। তিনবার পরপর ফিরতি বল বাঁচিয়ে গোললাইন অক্ষুণ্ণ রাখেন মিতুল মার্মা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সহজ সুযোগ নষ্ট করেন রাহুল কেপি। এরপর হঠাই যেন ম্যাচ থেকে বেড়িয়ে যেতে শুরু করে ভারতীয় ফুটবলাররা। একের পর এক বাংলাদেশী আক্রমণ আছড়ে পড়তে থাকে ভারতীয় রক্ষণে।
ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট স্যামুয়েল কিনসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে। ৭৬ মিনিটের মাথায় ম্যাচ উইনিং সেভ করেন ধীরাজ। মুজিবুর রহমানের শট একক দক্ষতায় রুখে দেন তিনি। শেষ পর্যন্ত ৮২ মিনিটের মাথায় বক্সের মধ্যে ব্রাইস মিরান্ডাকে ফাউল করেন রহমত মিয়া। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ সুনীল ছেত্রী। বাকি সময়টুকু মরিয়া আক্রমণ চালায় বাংলাদেশ। দলকে সমতায় ফেরানোর চেষ্টা করলেও সেই চেষ্টা কার্যকর হয়নি। সুনীল ছেত্রীর করা একমাত্র গোলে ভর করে এশিয়ান গেমসে প্রথম জয় এল ভারতীয় ফুটবল দলের।