ফুটবল
দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিতে মোহনবাগান ক্লাব তাবুতে হাজির রক্তে আমার মোহনবাগান ফ্যান্স ক্লাব
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ময়দান একটা পরিবার। আর সেই পরিবারের শরিক শুধু ফুটবলার, কোচ আর ম্যানেজমেন্টেই সীমাবদ্ধ নয়। সারা বছর যাদের অক্লান্ত পরিশ্রমে ফুটবলাররা ফুল ফোটায় সবুজ গালিচায়। যারা সারাটা বছর অলক্ষে থেকে যায় ময়দানের লড়াইয়ে। তারাই তো আসল প্রাণশক্তি, তারাই আমাদের আসল যোদ্ধা। আর মাত্র কয়েকদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদ উৎসব। ছোট থেকে বড় সকলেই মেতে উঠবে দুর্গাপূজার আনন্দে। তবুও ছুটি নেই ময়দানের এই সমস্ত যোদ্ধাদের। কারণ দুর্গা পুজো যেমন বাঙালির উৎসব, তেমনি বাঙালির আরো একটা প্রিয় উৎসব ফুটবল।
শহরের বড় বড় প্যান্ডেল, আলোকসজ্জা, ব্যানার ইতিমধ্যেই জানান দিচ্ছে পুজো এসে গেছে। চারিদিকেই পুজোর আমেজ। পুজোর আমেজকে ময়দানের গণ্ডি পর্যন্ত পৌঁছে দিতে উদ্যোগী হল রক্তে আমার মোহনবাগান ফ্যান্স ক্লাব। প্রতিবছরের মত এবয়ারেও তারা সাধ্যমতো নতুন পোষাক তুলে দিল মোহনবাগান মাঠ কর্মী থেকে ক্যান্টিনের প্রিয় দাদাদের হাতে। তারাই তো ক্লাবের জন্য নিজেদের প্রাণ সঁপে দিয়েছেন। পুজোর আনন্দে তাদের পরিবারের মুখেও হাসি ফুটুক। আনন্দে থাকুক সবাই। উমার আগমণে ধরনী হয়ে উঠুক আনন্দময়।