আন্তর্জাতিক ফুটবল

কেরিয়ারের ৯০০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্ব ফুটবলে ৯০০ গোল করে ইতিহাস গড়লেন ৫ বারের ব্যালন ডি’অর বিজেতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল রাতে উয়েফা নেশনস লীগে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ৩৪তম মিনিটে ঐতিহাসিক গোলটি করলেন তিনি। নুনো মেন্দেজের বাড়ানো ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দিয়ে ইতিহাসও গড়লেন সিআর সেভেন।

২০০৩ সালে স্যার আলেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে রোনাল্ডো সই করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি তার ৬ বছরের কেরিয়ারে মোট ১৪৫টি গোল করেন। যদিও রোনাল্ডোর ফুটবল জীবনে সবথেকে সুন্দর সময় শুরু হয় ২০০৯ সালে। যখন তিনি সই করেন স্পেনের রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে তিনি ৯ বছরে মোট ৪৫০টি গোল করেন এবং চ্যাম্পিয়ন্স লীগও জেতেন। ২০১৮ সালে রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে সই করেন জুভেন্টাসে। সেখানে ৪ বছরে মোট ১০১টি গোল করেন তিনি। ২০২২ সালে ক্রিশ্চিয়ানো যোগ দেন আল নাসের ক্লাবে। যেখানে ইতিমধ্যেই তিনি ৭৪ ম্যাচে ৬৮টি গোল করে ফেলেছেন। পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়েও ১৩১ গোল রয়েছে তাঁর।

এবারে দেখবার বিষয় এই গোল ট্যালিটাকে আরও কতটা দীর্ঘ করতে পারেন গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version