আন্তর্জাতিক ফুটবল

৫৫-তেও সবুজ মাঠে ফুল ফোটাচ্ছেন মিউরা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফুটবল থেকে এই অবসর নেওয়ার বয়স ঠিক কত? এ বিষয়ে ফুটবল ভক্তদের নানা রকম মত আছে। তবে ৩০ পেরোলেই যে ফুটবলারদের ধার কমে আসে তা বলাই বাহুল্য। ব্যতিক্রম কি নেই? অবশ্যই আছেন। মধ্য তিরিশে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাছেন লিওনেল মেসি। ৩৭-এও খেলে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এই প্রতিবেদনে যার কথা বলা হচ্ছে তার বয়স পেরিয়ে গেছে ৫০। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জাপানের জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার কাজুইউশি মিউরা ৫৬ বছরে পা দিতে চলেছেন। আর এখনও তিনি পেশাদারী ফুটবল খেলে যাচ্ছেন। সম্প্রতি পর্তুগালের ক্লাব অলিভিয়েরেন্সেতে যোগ দিয়েছেন নেই জাপানি ফুটবলার। ৩৭ বছরের ফুটবল জীবনে ১৫টি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে জাপানের এই ফুটবলারের।
২৬ ফেব্রুয়ারি নিজের ৫৬ তম জন্মদিন উদযাপন করবেন। তবে এখনো মিউরা বলছেন নতুন ক্লাবে নিজের সেরাটা দেওয়ার জন্য পরিশ্রম করতে যান তিনি। ঘনিষ্ঠ মহলে ইচ্ছা প্রকাশ করেছেন ৬০ বছর অবধি পেশাদারী ফুটবল খেলে যাবেন তিনি। গত মরসুমেও ১৮টি ম্যাচে মাঠে নেমেছেন এই ফুটবলার। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপানের জাতীয় দলে খেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version