আন্তর্জাতিক ফুটবল
2022 FIFA WC: স্পেনকে হারিয়ে জাপানের সূর্যোদয়, জিতেও ছিটকে গেল জার্মানি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ২০১৮-এর পর ২০২২। পরপর দুবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল জার্মানি। বৃহস্পতিবার রাতে কোস্টারিকাকে ৪-২ বলে হারালেও নকআউটে যাওয়া হলো না জার্মানির। কারণ অন্য ম্যাচে দুরন্ত কামব্যাক করে জাপান ২-১ গোলে হারিয়ে দেয় স্পেনকে। যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল জাপান। দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে গেল স্পেন।
এদিন ম্যাচের শুরুতেই সার্গে ন্যাবরির গোলে এগিয়ে যায় জার্মানরা। অন্যদিকে প্রথমারদের শুরুতেই অ্যালভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। বিরোধী অবধি দুই ম্যাচের স্কোর ছিল ১-০। কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ম্যাচ পাল্টে যায়। ৪৮ এবং ৫১ মিনিটে পরপর গোল করে ম্যাচে এগিয়ে যায় জাপান। গোল করেন দোয়ান এবং তানকা। জাপানের দ্বিতীয় গোল নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়। অভিযোগ উঠে বল গোললাইন অতিক্রম করে যাওয়ার পর মাঠে ফেরানো হয়েছে এবং সেখান থেকেই গোল হয়েছে। যদিও রেফারি ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান। এমন সময় অন্য ম্যাচ ৫৮ মিনিটে কোস্টারিকাকে সমতায় ফেরান তাজেদা। ম্যানুয়েল ন্যুয়ারের আত্মঘাতী গোলে ৭০ মিনিটে এগিয়ে যায় তারা। পরিস্থিতি এমন দাঁড়ায় ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় জার্মানি এবং স্পেনের। কিন্তু কাই হাভার্ৎজ দুটি এবং নিকলাস ফুলক্রুগ একটি গোল করে জার্মানিকে ৪-২-এ এগিয়ে দেয়। পরিস্থিতি দাঁড়ায় স্পেন যদি জাপানের বিরুদ্ধে সমতা ফেরাতে পারে তাহলে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে স্পেন এবং জার্মানি। কিন্তু বাকি সময় জীবন বাজি রেখে লড়াই করে জাপান। স্পেন আর সমতা ফেরাতে পারেনি। তাই এশিয়ার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল। গ্রুপ রানার্স হয়ে স্পেন। আবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি।