আন্তর্জাতিক ফুটবল
2022 FIFA WC: মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখে হাসপাতাল থেকে পেলে বললেন, দিয়েগো এখন নিশ্চয়ই হাসছে
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জীবনের প্রথমবার বিশ্বকাপ হাতে তোলার পরেই কিংবদন্তি পেলের থেকে বিশেষ বার্তা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কাতারে বিশ্বকাপ জেতার পরে মেসির অকুণ্ঠ প্রশংসা করলেন পেলে, এবং এর পাশাপাশি তিনি নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি, এমবাপেকে নিয়েও। আর সবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখে তার মনে পড়ে গেছে প্রয়াত কিংবদন্তি আর্জেন্টিনা ফুটবলার দিয়েগো মারাদোনার হাসিমুখ।
রবিবার আর্জেন্টিনা টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন পেলে। সেখানে তিনি লেখেন,”প্রতিদিনের মতো ফুটবল গল্প বলেই চলেছে। এবং খুব রোমহর্ষক সেই গল্প। মেসি নিজের জীবনে প্রথমবার বিশ্বকাপ জিতল, আরো ও গোটা জীবনে যা ফুটবল খেলেছে সে ক্ষেত্রে এটা ওর প্রাপ্য ছিল। আমি আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতে চাই। এখন হয়তো দিয়েগো নিশ্চয়ই হাসছে।” এই লেখা পোস্ট করার সাথে সাথে মেসিদের উল্লাসের ছবি পোস্ট করেন তিনি।
এর পাশাপাশি এমবাপের প্রশংসা করে পেলে লিখেছেন,”আমার কাছের বন্ধু এমবাপে বিশ্বকাপ ফাইনালে চারটে গোল করেছে। বিশ্ব ফুটবলের ভবিষ্যতের জন্য ও দুর্দান্ত উপহার। ওর এই খেলা দেখাও প্রাপ্তি।’’
বিশ্বকাপ চলাকালীনই সাও পাওলোর একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন পেলে। বেশ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এই কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার। আর কয়েকদিন পরই তো সব শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, ডাক্তাররা জানান তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল। শেষ কয়েক বছর ধরেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিনি। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি এবং সেখান থেকেই বিশ্বকাপ খেলা দেখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটি পোস্ট করেছেন তিনি।