ফুটবল
শুরুতেই আটকে গেল মোহনবাগান
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – নির্বিষ ফুটবল, মাঝমাঠে একাধিক ভুল পাস, প্রথম ম্যাচে মন ভরাতে পারল না ডেগি কার্ডোজার মোহনবাগান। কলকাতা লিগ অভিযানের শুরুতেই ভবানীপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভবানীপুরের কাছে। মোহনবাগান রক্ষণে বারবার চাপ সৃষ্টি করছিল জিতেন মুর্মু, দ্বীপ সাহারা। ২ মিনিটের মাথায় বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল ভবানীপুর এফসি। ৮ মিনিটের মাথায় বক্সের সামনে ফ্রি কিক পায় মোহনবাগান। সেখান থেকে অনবদ্য গোল করেন শিবাজিত সিং। এগিয়ে গিয়েও ম্যাচে ঢুকতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। গোটা ম্যাচ জুড়ে ছন্নছাড়া রক্ষণের ছাপ রেখে গেল তারা।
১৫ মিনিটের মাথায় গোলের সামনে থেকে সহজ সুযোগ নষ্ট করেন জিতেন মুর্মু। ২৯ মিনিটে নিজের ভুল শুধরে নিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে বল ভাসিয়েছিলেন উমের। বাগান রক্ষণের ভুলে বল জালে জড়ান জিতেন। বাকি ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখেছিল শাহিদ রামনের দল। প্রথমার্ধের শেষ দিকে টাইসনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন ভবানীপুরের ফুটবলার সাফিউল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভবানীপুর। চাপের মুখে মাঝমাঠে একাধিক ভুল পাস করলেন সুহেল, ফারদিনরা। ৫৮ মিনিটে আবার এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে অফসাইডের কারণে ফারদিনের গোল বাতিল হয়ে যায়। শেষ দিকে ভবানীপুর রক্ষণে চাপ বাড়িয়েছিল মোহনবাগান। সংযুক্তি সময়ে রাজ বাশফোরের নিখুঁত হেডার বাঁচিয়ে দেন ভবানীপুরের পরিবর্ত গোলরক্ষক প্রিয়ন্ত সিং। পরিকল্পনাহীন ফুটবল খেলে প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করল মোহনবাগান।