ফুটবল

লড়াইয়ের ইঙ্গিত মহামেডানের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পদার্পণ করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবারের জন্য তিন প্রধান একসঙ্গে মাঠ কাঁপাবে আইএসএলে। বুধবার দুপুরে রাজারহাটের এক পাঁচ তারা হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ। আই লিগ থেকে আইএসএলে উত্তরণ হলেও চেরনিশভের উপরেই ভরসা রেখেছে সাদা-কালো ম্যানেজমেন্ট। আইএসএলে অভিযান শুরু করার আগে তিনি বললেন “আইএসএল দেশের সেরা লিগ, আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস আমরা ভালো ফল করব।” জোডিংলিয়ানা রালতে বললেন “মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি।” অন্যদিকে, মহামেডান স্পোর্টিংয়ের বঙ্গ তনয় সামাদ বলছেন “আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আইএসএলের কথা মাথায় রেখেই কোচের নির্দেশ মত আমরা তৈরি হচ্ছি।” নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সাদা-কালো ব্রিগেডের হেড স্যার আন্দ্রে চেরনিশভ। এখন দেখার আইএসএলে কতটা সফল হয় মহামেডান স্পোর্টিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version