ফুটবল
রদ্রিগেজেই নজর মোলিনার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: হাতে আর মাত্র দুটো দিন। তারপর ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচেই প্রথমবার সবুজ-মেরুন ব্রিগেডের ডাগ আউটে বসবেন হোসে মোলিনা। ইতিমধ্যেই সেই ম্যাচকে মাথায় রেখে ঘুটি সাজাচ্ছেন বাগান কোচ। দলের অধিকাংশ শক্তি হাতে পেয়ে গিয়েছেন। শুধু শহরে পা রাখতে বাকি আছেন দিমিত্রি পেত্রাতস। সোমবার বিকেলে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। প্রথম দিনেই তিনি বুঝিয়ে দিলেন রক্ষণকে নেতৃত্ব দেওয়ার জন্য সব রকমের রসদ মজুত রয়েছে তাঁর মধ্যে। শুরুতে বেশ কিছুক্ষণ শারীরিক অনুশীলন, তারপরেই বল পায়ে মাঠে নেমে পড়লেন আলবার্তো রদ্রিগেজ, জেসন কামিন্সরা। এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন জেমি ম্যাকলারেন। তাঁকে ছাড়াই চলল জোরকদমে অনুশীলন।
গোটা দলকে দুটি ভাগে ভাগ করে অনুশীলন করালেন, একদিকে রক্ষণকে নেতৃত্ব দিলেন রদ্রিগেজ অন্যদিকে টম অলড্রেড। রদ্রিগেজের সামনে আক্রমণ শানালেন গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, সাহালরা। ডিফেন্সে রদ্রিগেজের সঙ্গী হলেন সৌরভ এবং সুমিত রাঠি। প্রথম দিনের অনুশীলনের বেশ চনমনে মেজাজেই দেখা গেল রদ্রিগেজকে। বেশ কয়েকবার দুরন্ত আক্রমণ রুখে দিলেন তিনি। এরিয়াল বলে নিজের উচ্চতাকে কাজে লাগালেন। দুটি দলকে মাঠের দুই প্রান্তে আক্রমণ করালেন। কখনও ডিফেন্সিভ অরগানাইজেশান আবার কখনও ট্রানজিশনের দিকে নজর দিলেন মোলিনা। অনুশীলনে নজর কাড়ছেন আশিক কুরুনিয়ান। তিনি যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন। মাঝমাঠে সাহাল এবং থাপার সঙ্গে আপুইয়াকে জুড়ে দিয়ে দলের গভীরতা বাড়াতে চাইছেন কোচ।