ইস্টবেঙ্গল

বাগানেই দিমিত্রি, ইস্টবেঙ্গলে ইউস্তে

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পড়শি ক্লাবকে জন্মদিনে অভিনব উপহার দিল মোহনবাগান। ইস্টবেঙ্গল দিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় দিমিত্রি পেত্রাতসের চুক্তি বৃদ্ধির কথা ঘোষণা করে, পড়শি ক্লাবকে জন্মদিনের শুভেচ্ছা জানালো মোহনবাগান। আগেই আমরা জানিয়েছিলাম আরও দু-বছর সবুজ-মেরুন জার্সিতেই দেখা যাবে মোহনবাগানের অজি তারকাকে। সেই খবরে আজ শিলমোহর পড়ল। ২০২৬ পর্যন্ত মোহনবাগানেই থাকছেন দিমিত্রি। গত মরসুমে আইএসএলে সোনার বল জিতেছিলেন তিনি। মোহনবাগানের হয়ে আইএসএল ট্রফি, লিগ শিল্ড এবং ডুরান্ড কাপও জিতেছেন। বারবার বড় ম্যাচের পরিত্রাতা হয়ে উঠেছেন বাগান জনতার হার্ট থ্রব।

এখনও পর্যন্ত সবুজ-মেরুন জার্সিতে ৪৬ ম্যাচে ২২ টি গোল করেছেন। ইতিমধ্যেই হোসে মোলিনার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পারিবারিক অনুষ্ঠান থাকায় তিনি এখনও দেশেই রয়েছেন। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই কলকাতায় এসে অনুশীলন শুরু করে দেবেন দিমিত্রি পেত্রাতস। মোহনবাগানের সঙ্গে চুক্তিবৃদ্ধি হওয়ায় দিমিত্র বললেন “মোহনবাগান সুপার জায়ান্ট আমার উপর ভরসা রাখায় আমি কৃতজ্ঞ। দলকে আরও সাফল্য এনে দিতে চেষ্টা করব। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি ম্যাকলারেন এবছর যোগ দিয়েছে। একসাথে আমরা অনেক ম্যাচ খেলেছি। মোহনবাগানের হয়ে জুটি বাঁধার জন্য মুখিয়ে রয়েছি।”

অন্যদিকে, এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন হেক্টর ইউস্তে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রাক্তন বাগান ডিফেন্ডারকে সই করাতে আগ্রহী ছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। গত মরশুমে মোহনবাগানে যোগ দিয়েছিলেন হেক্টর। সবুজ-মেরুন জার্সিতে নজর কেড়েছিলেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বললেন “ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস ইস্টবেঙ্গলে যোগ দিয়ে লক্ষ্য পূরণ করতে পারব।”
[8:49 PM, 8/1/2024] Sourav Mukherjee: 215

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version