আন্তর্জাতিক ফুটবল

নক আউটে আর্জেন্টিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে চিলির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল আর্জেন্টিনা। ফলে পরপর দুটি ম্যাচ জিতে অপরাজিতই রইল লিওনেল মেসি ব্রিগেড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮৮ মিনিটের মাথায় দলের হয়ে জয় সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। চলতি কোপা আমেরিকায় পরপর দুটি ম্যাচেই গোল করলেন তিনি।

এক সময় মনে হচ্ছিল ঘটনাবহুল এই ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছে। তবে সমস্ত হিসেব ওলট-পালট করে দেন মার্টিনেজ। ৮৮ মিনিটের মাথায় একটি দারুণ কর্নার নেন মেসি। সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন চিলির ডিফেন্ডাররা। সুযোগটি দারুনভাবে কাজে লাগান মার্টিনেজ। বল জালে জড়িয়ে দেন তিনি। প্রসঙ্গত কোপা আমেরিকায় তাদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল চিলি। এবারে চিলিকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’র শীর্ষে চলে গেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে পেরুকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রইল কানাডা। গ্রুপ পর্যায়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ রয়েছে পেরুর বিরুদ্ধে। আগামী ৩০ জুন সেই ম্যাচে নামবেন মেসি, ডি মারিয়ারা। যদিও ইতিমধ্যেই নকআউট পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version