ফুটবল
জিতেও রক্ষণ নিয়ে চিন্তায় মোলিনা
রে স্পোর্টজের প্রতিবেদন: জামশেদপুর জেআরডি টাটা কমপ্লেক্সে পঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে জোসে মোলিনার দল। তবে ম্যাচ জিতলেও দলের রক্ষণভাগের পারফরম্যান্স চিন্তায় রাখল বাগান কোচকে। নব্বই মিনিটে তিন তিনটে গোল হজম করলেন অলড্রেড-আলবার্তোরা। এদিন শুরু থেকেই মাঠে ছিলেন আলবার্তো রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও রক্ষণের ভুলে গোল হজম করতে হয় মোহনবাগানকে। ম্যাচ শেষে জোসে মোলিনা বললেন “কঠিন ম্যাচ ছিল আজ, পঞ্জাব এফসি অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে আমরা ম্যাচ জিতেছি, ভালো লাগছে। কিন্তু এখানেই থামলে চলবে না। ঘরের মাঠে সেমিফাইনাল, আমাদের আরও ভালো খেলতে হবে।”
মোহনবাগানের হয়ে প্রথম ট্রফি জেতার থেকে আর মাত্র দু’পা দূরে জোসে মোলিনা। সেমিফাইনালে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান। তবে সবুজ-মেরুন ব্রিগেডের ডাগ আউটে বসে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেতে আত্মবিশ্বাসী মোলিনা। তবুও শেষ চারের লড়াইয়ে নামার আগে রক্ষণ নিয়ে চিন্তার ভাঁজ বাগান কোচের কপালে। তিনি বললেন “প্রাক মরশুম প্রতিযোগিতায় এমন হতেই পারে। সকলে ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়। তবে আমাদের আরও প্রস্তুতি প্রয়োজন। আরও সময় পেলে এই দলটাই উন্নতি করবে।” কলকাতা থেকে জামশেদপুরে ম্যাচ সরে যাওয়ায় আক্ষেপের সুর বাগান কোচের গলায়। মোলিনা বলেন “আজ আমরা কলকাতার সমর্থকদের মিস করেছি। তবে অনেকেই এত দূরে খেলা দেখতে এসেছিলেন। দলের পাশে থাকার জন্য তাদের অনেক ধন্যবাদ।”