ইস্টবেঙ্গল

গোলশূন্য ড্র! আটকে গেল ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ডার্বি জয়ের পরেই হোঁচট খেল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল বিনো জর্জের ছেলেরা। এবারের লিগে প্রথম পয়েন্ট নষ্ট করল লাল-হলুদ ব্রিগেড। শনিবার ডার্বি জয়ের ৭২ ঘন্টার মধ্যেই মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন লাল-হলুদ কোচ। গোটা ম্যাচ জুড়ে সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। যদিও এদিন খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। মাত্র তিনটি গোলমুখী শট নেয় তারা।

শুরু থেকেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আক্রমণাত্মক দেখিয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের। প্রতিপক্ষকে বুঝে নিয়ে বারবার আক্রমণে উঠে আসার চেষ্টা করেছে ক্যালকাটা কাস্টমস। তবে লাল-হলুদ রক্ষণকে বিপদের মুখে ফেলতে পারেনি তারা। অপরদিকে বিক্ষিপ্ত কিছু আক্রমণ তৈরি করেছিল ইস্টবেঙ্গল৷ কিন্তু বল গোলে রাখতে পারেননি নাসিব, জেসিনরা। প্রথমার্ধে ৩৪ মিনিটে ভালো ফ্রি কিক পেয়েছিল ক্যালকাটা কাস্টমস। রবি হাঁসদার দূরপাল্লার শট পরীক্ষার মুখে ফেলতে পারেনি আদিত্য পাত্রকে। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। নাসিবের ক্রস থেকে জেসিনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ফল বদলাতে সায়ন এবং বিষ্ণুকে মাঠে নিয়ে আসেন বিনো জর্জ। তাতে ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ বাড়লেও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি। ম্যাচের শেষ দশ মিনিটে জ্বলে উঠেছিলেন সায়ন-বিষ্ণুরা। একের পর এক আক্রমণ তুলে এনে কাস্টমসের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। যদিও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ম্যাচ শেষে বিনো জর্জ বললেন “ডার্বি খেলার দুদিনের মধ্যেই মাঠে নেমেছি আমরা, এর থেকে ভালো কিছু আশা করাটাই ভুল।” পাশাপাশি ময়দানের পোড় খাওয়া কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য কলকাতা লিগে তিন প্রধানকে শক্তিশালী দল হিসাবে গ্রাহ্যই করছেন না। অন্যদিকে, ম্যাচ শেষে উত্তপ্ত হল ইস্টবেঙ্গল গ্যালারি। গ্যালারি থেকে বোতল পড়ল মাঠে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version