Connect with us

আন্তর্জাতিক ফুটবল

ইউরোপ সেরার লড়াইয়ে স্পেন বনাম ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাসের লড়াই শেষ। এবার ইউরোপ সেরাকে বেছে নেওয়ার পালা। এবছরের ইউরো কাপ যেমন একাধিক অঘটনের সাক্ষী থেকেছে, তেমনই আবার জন্ম দিয়েছে নতুন তারকার। সাক্ষী থেকেছে হার না মানা লড়াইয়ের। রবিবার মধ্যরাতে সব কিছুর অবসান হবে। চলতি ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেন এবং ইংল্যান্ড। একদিকে তারুণ্যে ভরপুর ধারাবাহিক স্প্যানিশ ব্রিগেড। অন্যদিকে, সাউথগেটের পরিকল্পনা মাফিক ফুটবল। শেষ হাসি হাসবে কে?

২০১২ সালের পর আরও একবার ইউরোপ সেরা হওয়ার হাতছানি স্পেনের সামনে। চলতি ইউরো কাপে পারফরম্যান্সের নিরিখে অপ্রতিরোধ্য স্পেন নামবে ফেভারিট হিসেবে। এবারের ইউরো কাপে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি তারা। স্পেনের কাছে এটি পঞ্চম ইউরো ফাইনাল। এর আগে, চারবার ফাইনালে উঠে জিতেছে তিনবার। সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করে ফ্রান্সকে ছিটকে দিয়েছে লুইজ দে লা ফুয়েন্তের দল। পেদ্রি, কারভাহালকে ছাড়াও জিততে কোন সমস্যা হয়নি লামিন ইয়ামালদের। চোটের জন্য ফাইনালেও পেদ্রিকে পাবেন না দে লা ফুয়েন্তে। তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন স্প্যানিশ রক্ষণের ভরসা কারভাহাল। যদিও ইউরোপ সেরার লড়াইয়ের মঞ্চে নজর থাকবে স্পেনের তরুণ তুর্কী লামিন ইয়ামালের দিকে। ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত একটি গোল করেছিলেন। পাশাপাশি মাঝমাঠে রড্রি, ফ্যাভিয়ান রুইজরাও দুরন্ত ছন্দে রয়েছেন। সব মিলিয়ে ইউরোপ সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দে লা ফুয়েন্তের স্পেন।

অন্যদিকে, গ্যারেথ সাইথগেটের ইংল্যান্ড টানা দু-বার ইউরো ফাইনাল খেলবে। ২০২০-র ইউরোয় ইংল্যান্ড পরাস্ত হয়েছিল ইতালির কাছে। ইউরো ফাইনালে মাঝমাঠের দখল নেওয়ার লড়াই হবে বেলিংহ্যামের সঙ্গে অলমোর। দু’জনেই নিজের নিজের দলের মাঝমাঠের ভরসা। চলতি ইউরো কাপে ভালো ছন্দে রয়েছেন বেলিংহাম। স্প্যানিশ রক্ষণ ভেদ করতে সাউথগেটের মূল অস্ত্র হতে পারেন তিনি। বেলিংহামকে ভরসা দেওয়ার জন্য ইংল্যান্ড আক্রমণভাগে রয়েছেন হ্যারি কেন এবং ফিল ফোডেন। এবারে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে আটকে দিয়ে ফাইনালে উঠেছে তাঁরা। দুই দেশের সর্বশেষ দ্বৈরথটি হয়েছিল ২০১৮ সালের ১৫ অক্টোবর নেশনস লিগের লিগ পর্বে। গত ছয় বছরে এই প্রথম স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ হতে চলেছে। এখন দেখার ইউরোপ সেরা হওয়ার মঞ্চে কে কাকে টেক্কা দেয়।

আন্তর্জাতিক ফুটবল

জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শোনা যায় ইয়ামালকে দলে নিতে পিএসজি ২৩০০কোটি টাকার অফার করেছিল বার্সেলোনাকে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেয় কাতালান ক্লাব। আর সেই লামিন ইয়ামালের জোড়া গোলেই ম্যাচ জিতে লা লিগার শীর্ষেই বিরাজমান থাকল বার্সেলোনা। লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিরোনাকে হারাল বার্সেলোনা।

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবল তথা বার্সেলোনা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন ইয়ামাল। ইতিমধ্যেই ইউরো কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত মরশুমটা বার্সেলোনার খুব একটা ভালো যায়নি। মরসশুম শেষে কোচের পদ থেকে সরেছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জাভি। দ্বিতীয় স্থানে গত মরশুম শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকে তারা।

গত মরশুমে এই জিরোনার কাছে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল বার্সেলোনাকে। এবার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে বদলা নিল বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইয়ামাল। তারপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বক্সের ভেতর ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। এই গোলটি দেখামাত্রই সবার মনে পড়ে যায় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসির কথা।

ম্যাচের ৪৭ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ড্যানি ওলমো। চতুর্থ গোলটি করেন পেদ্রি ম্যাচের ৬৪ মিনিটে। জিরোনার স্টুয়ানি ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তার অনেকক্ষণ আগেই ম্যাচের ফলাফল করে দিয়েছিলেন কাতালানদের তরুণ খেলোয়াড়েরা।

ইতিমধ্যেই লামিনে ইয়ামল লা লিগার চারটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন। স্বভাবত তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকও। তাঁর পা থেকে আরও গোল দেখতে মুখিয়ে থাকবেন সারা বিশ্ব তথা বার্সেলোনা সমর্থকেরা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

প্রত্যাবর্তনে জোড়া গোল করলেন মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সরিয়ে ২ মাস বাদে মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর মাঠে নেমেই জোড়া গোল এল তাঁর পা থেকে। নিজেদের ঘরের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারাল ইন্টার মিয়ামি।

কোপা ফাইনালে চোটের পর সুস্থ হয়ে আবারও এমএলএসে ফিরলেন লিওনেল মেসি। আর ফিরেই নিজের হার না মানা মানসিকতা দেখালেন তিনি। জুন মাসের ১ তারিখ এমএলএসে শেষ ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর চোট থেকে ফেরত এসে পুরো ৯০ মিনিট তিনি খেললেন। মিয়ামির ঘরের মাঠে ফিলাডেলফিয়া, মাইকেল উরহের গোলে গোলে এগিয়ে যায়। যদিও বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেনি তারা। লুইজ সুয়ারেজের বাড়ানো বল থেকে ম্যাচের ২৬ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ঠিক তার কিছুক্ষণ পরেই ম্যাচের ৩০ মিনিটের মাথায় জর্দি আলবার বাড়ানো বল থেকে আবারও গোল করেন সেই মেসি। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির বাড়ানো বল থেকে গোল করে মিয়ামির জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ।

ইতিমধ্যেই লিগের ভালো জায়গায় রয়েছে মেসির দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পাওয়াতে তাদের খেলা যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

চোট সরিয়ে ফিরছেন মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এবার দীর্ঘ ২ মাস পর চোট সারিয়ে খেলার মাঠে ফিরছেন তিনি। শুক্রবার ইন্টার মিয়ামি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা।

ইন্টার মিয়ামি দলের হেড কোচ টাটা মারিনো জানিয়েছেন মেজর লিগ সকারে তাদের পরবর্তী ম্যাচ থেকে পাওয়া যাবে মেসিকে। পরবর্তী খেলা তাদের ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে। বুধবারের অনুশীলনে মেসি উপস্থিত না থাকলেও ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হবেনা বলেই জানাচ্ছেন কোচ। একটি সাক্ষাৎকারে কোচ টাটা মারিনো জানিয়েছেন “মেসি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। গতকাল তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং পরবর্তী ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। আমরা খুশি যে মেসির মত খেলোয়াড়কে আমরা আবার দলে ফিরে পেতে চলেছি।”

ইন্টার মিয়ামি ইতিমধ্যেই ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিমুকুট জয়ের দৌড়ে রয়েছে। মেসি দলে ফেরায় সেই জয়ের দৌড়টা আরও সহজ হবে বলে মনে করছেন কোচ। একক দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা মেসির রয়েছে তার ফলে মেজর লিগ সকারে আরও উন্নতি করতে পারবে ইন্টার মিয়ামি। পাশাপাশি সমর্থকরাও মুখিয়ে রয়েছেন মাঠে মেসির খেলা আবার দেখার জন্য। মেসিও চাইবেন দীর্ঘ ২ মাসের বিরতির পর দ্রুত মাঠে নেমে নিজের সেরা খেলাটা খেলতে।

Continue Reading

Trending