ফুটবল

আরও দু’বছর পেত্রাতোস বাগানেই

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – শেষ দুই মরশুম ধরেই মোহনবাগান জনতার নয়নের মনি দিমিত্রি পেত্রাতোস। আর হবেনই বা না কেন? শেষ দু’বার মোহনবাগান যে ইন্ডিয়ান সুপার লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তার পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল এই অস্ট্রেলীয় ফুটবলারটির। তাই নতুন মরশুমে তিনি দলে থাকছেন কিনা সেই ব্যাপারে সকলের মনেই একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছিল। প্রসঙ্গত গত মরশুমে শিল্ড জিতলেও, অল্পের জন্য আইএসএল ট্রফি ধরে রাখতে পারেনি মোহনবাগান। তবে গোটা মরশুমে মোহনবাগান আক্রমণ ভাগ যে এত ভালো পারফর্ম করেছিল, তার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন পেত্রাতোস। তাঁর গোলই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। প্রথম বছর আইএসএলে এসেই সাড়া ফেলে দিয়েছিলেন এই অজি ফুটবলারটি। ২৩ ম্যাচে ১২টি গোল এবং ৭টি অ্যাসিস্ট ছিল তাঁর। তারপরে গত মরশুমেও আইএসএলে ২৩টি ম্যাচে ১০টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেন তিনি।

তাই মরশুমের শেষ থেকেই সমর্থকদের একটাই আবদার ছিল, দিমিত্রির যেন চুক্তিবৃদ্ধি করা হয়। প্রসঙ্গত গত ৩১মে তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মোহনবাগানের। এবার সমর্থকদের স্বস্তি দিয়ে দিমিত্রির সঙ্গে দুই বছরের চুক্তি বৃদ্ধি করল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। অন্যদিকে এ কথা সকলেরই জানা যে মোহনবাগান তাদের ডিফেন্স লাইনের দুই বিদেশি হেক্টর ইউস্তে এবং ব্রেন্ডন হ্যামিলকে ছেড়ে দিয়েছে। তাদের জায়গায় দলের ডিফেন্সের নতুন দুই স্তম্ভ হচ্ছেন আলবার্তো রড্রিগেজ এবং থমাস অ্যালড্রেড। ইতিমধ্যেই মঙ্গলবার সকালেই থমাসের নাম ঘোষণা করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version