আন্তর্জাতিক ফুটবল
অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটে তুরস্ক
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – অপেক্ষার পালা শেষ হল। শেষবার ২০০৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল তুরস্ক। এবার অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। ম্যাচের ৫৭ সেকেন্ডের মাথায় ডেরিমালের গোলে এগিয়ে যায় তুরস্ক। ইউরো কাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করলেন তিনি। ডেরিমালের জোড়া গোলেই অস্ট্রিয়াকে হারাল তুরস্ক। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি অস্ট্রিয়া। ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের গ্রুপে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় অস্ট্রিয়া। অন্যদিকে রানার্স আপ হয়ে নক আউটে আসে তুরস্ক। ফেভারিট অস্ট্রিয়াকে যেন দাঁড়াতেই দিল না মেরিহ ডেমিরালরা।
অধিকাংশ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলমুখ খুলতে পারেনি অস্ট্রিয়া। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে ২১ টা শট নিয়েছেন তারা। লক্ষ্যভেদ হয়েছে একটাই। পিছিয়ে পড়ার পরের মুহুর্তেই প্রায় সমতা ফিরিয়ে ফেলেছিল অস্ট্রিয়া। ৫৯ মিনিটে তুরস্কের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডেরিমাল। গুলারের কর্নার থেকে নিখুঁত হেডারে বল জালে জড়িয়ে দেন তিনি। ৬৬ মিনিটে একটি গোল পরিশোধ করেন গ্রেগরিচ। শেষ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেও প্রয়োজনীয় গোল তুলে নিতে পারেনি অস্ট্রিয়া।
৫ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হতে চলেছে স্পেন। ওইদিন রাতেই এমবাপেদের বিরুদ্ধে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৬ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে সুইজারল্যান্ড এবং কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।